Ind vs Eng: ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের নেপথ্যে আইপিএলই, বলছেন পার্থিব
লর্ডসে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে আইপিএলের অবদান রয়েছে বলে মনে করেন পার্থিব পটেল।
মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়। এরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত সিরিজ জয়। এরপর ইংল্য়ান্ডকে তাঁদের ঘরের মাটিতেও নাস্তানাবুদ করছে বিরাট কোহলির দল। লর্ডসে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে আইপিএলের অবদান রয়েছে বলে মনে করেন পার্থিব পটেল। এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন উইকেট কিপার বলেন, 'এই মুহূর্তে যদি আপনি ভারতীয় ড্রেসিংরুমের দিকে দেখেন, তবে দেখতে পাবেন ইশান্ত শর্মা বিরাট কোহলির সঙ্গে মজা করছে। অন্যদিকে আবার দেখতে পাবেন ২ ভিন্ন মেরুর মানুষ ইশান্ত ও উমেশ একে অন্যের সঙ্গে খুনসুটি করছে। ঋষভ পন্থ আবার হার্দিক পাণ্ড্যর সঙ্গে আড্ডা মারছে। একজন পশ্চিমের তো অন্যতম উত্তরের। অনেকে আছে যারা পূর্ব থেকে আসে।'
এরপর তিনি আরও বলেন, 'যদি হার্দিক- ক্রুণালের সঙ্গে কার্তিকের বন্ধুত্ব দেখা হয়, তাহলে বোঝা যাবে অনেক বৈপরীত্য থাকা সত্ত্বেও ওঁরা কত ভাল বন্ধু। আমার মনে হয় ভারতীয় দলের এই শক্ত বন্ডিংয়ের মূলে রয়েছে আইপিএলে ওঁদের একসঙ্গে খেলা। ওঁরা একে অন্যের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছে। একে অন্যকে ভীষণ ভাল বোঝে। জাতীয় দলের সাফল্যের মূলেও আইপিএলের অবদান রয়েছে।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে হার ছাড়া ভারতীয় দল এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। দ্বিতীয় সারির দল নিয়েও ডনের দেশে সিরিজ জিতে ফিরেছে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত কামব্যাক করেছে ভারতীয় দল। লর্ডসে দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ইংল্যান্ডকে অল আউট করে ১৫১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্ট ড্র হয়েছিল। আরও তিনটে টেস্ট বাকি।