England ODI Squad: একদিনের সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, চোটের জন্য নেই আর্চার
India vs England, ODI Series: আইপিএল-এর শুরুর দিকেও হয়তো খেলতে পারবেন না আর্চার।
আমদাবাদ: এবারের ভারত সফরে এসে টেস্টের পর টি-২০ সিরিজেও পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড। দু’টি সিরিজেই শুরুতে পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির ভারত। এবার লড়াই একদিনের সিরিজে। পুণেতে তিনটি একদিনের ম্যাচ খেলবে দু’দল। মঙ্গলবার থেকে শুরু একদিনের সিরিজ। পরের দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ।
ভারতীয় দল আগেই একদিনের সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করে দিয়েছে। আজ ইংল্যান্ডও দল ঘোষণা করল। ইংল্যান্ডের ঘোষিত ১৪ জনের দলের সঙ্গে অতিরিক্ত তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাঁরা হলেন জেক বল, ক্রিস জর্ডান ও ডেভিড মালান।
ইংল্যান্ডের ১৪ জনের দলে আছেন ইয়ন মর্গ্যান, মইন আলি, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি ও মার্ক উড।
ডান কনুইয়ের চোটের জন্য একদিনের সিরিজে দলের অন্যতম সেরা পেসার জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। তিনি চোট সারানোর জন্য দেশে ফিরে যাচ্ছেন। আইপিএল-এর শুরুর দিকেও হয়তো খেলতে পারবেন না আর্চার। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটও এই সিরিজে খেলবেন না। টেস্ট সিরিজের পরেই তিনি দেশে ফিরে গিয়েছেন।
একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।
একদিনের সিরিজে ভারতীয় দলে এবার একঝাঁক তরুণ ক্রিকেটার। সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, ক্রুণাল পাণ্ড্য, মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, শুভমন গিলরা প্রত্যেকেই তরুণ। তাঁদের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞরা আছেন। ফলে একদিনের সিরিজেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারতীয় শিবির।
মহারাষ্ট্রে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে সচেষ্ট সরকার। পুণেতে একদিনের সিরিজের কোনও ম্যাচেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। তিনটি ম্যাচই দিন-রাতের। খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে।