(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Eng Women T20I: সিরিজে সমতা ফিরিয়েও মোটা জরিমানা হরমনপ্রীতদের
অধিনায়ক হরমনপ্রীত-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
হোভ: মাঠের জয়ের পরও পুরোপুরি স্বস্তিতে রইল না ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতলেও স্বস্তি নেই ভারতের মহিলা ক্রিকেট দলের। কারণ, সিরিজে সমতা ফিরিয়ে ওঠার পরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল হরমনপ্রীত কৌরদের।
হোভে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় জরিমানা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। মাঠের দুই আম্পায়ার ইয়ান ব্ল্যাকওয়েল ও পল বল্ডউইন এবং তৃতীয় আম্পায়ার সুই রেডফার্নের রিপোর্টের ভিত্তিতে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ফিল হোয়াইটিকস হরমনপ্রীতদের জরিমানা করলেন।
কী শাস্তি হয়েছে ভারতীয় দলের? অধিনায়ক হরমনপ্রীত-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিংয়ের সব ওভার শেষ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। হোভে নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তাই ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হয় ভারতীয় দলের।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দল হারিয়ে দিয়েছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলকে। তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৮ রান তুলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৪০ রানই বোর্ডে তুলতে সক্ষম হয়। ব্যাটে - বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দীপ্তি শর্মা। বোলিংয়ে পুণম যাদব ও স্নেহ রানার দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই জয় হাসিল করে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজ এখন ১-১।