IND vs IRE, 2nd T20 Live: ৪ রানে জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া
IND vs IRE, 2nd T20, Malahide Cricket Club Ground: যদিও বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন উমরান। ১৪ রান খরচ করলেও কোনও উইকেট নিতে পারেননি।
LIVE
Background
ডাবলিন: আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি (T20) ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। আগের ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এবার শেষ ম্য়াচ জিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে হার্দিক বাহিনী। আগের ম্যাচে জম্মু কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক (Umran Malik) তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। যদিও বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন উমরান। ১৪ রান খরচ করলেও কোনও উইকেট নিতে পারেননি। আশা করা যায় যে এদিনের ম্য়াচেও প্রথম একাদশে সুযোগ মিলতে পারে উমরানের।
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত প্রথম টি২০-তে আয়ারল্যান্ডকে টেক্কা ভারতের। কমে দাঁড়ানো ১২ ওভারের ম্যাচে ২.৪ ওভার বাকি থাকতেই সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় টি২০ দল। মেঘ-বৃষ্টির খেলার মাঝে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বলহাতে শুরু থেকেই আবহাওয়ার সুবিধা নিয়ে সুইংয়ের কামাল দেখাতে শুরু করেন ভুবনেশ্বর কুমাররা।
হ্যারি টেকটরের (৬৪*) কেরিয়ার সেরা ইনিংসের মাঝেও যুজবেন্দ্র চাহালদের দাপটে ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রানে থামে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইশান কিষাণ ও দীপক হুডা ঝোড়ো শুরু করেন। কিপার-ব্যাটসম্যান ইশান ফিরলেও ওপেন করতে নেমে দলকে ভরসা দেওয়া অপরজািত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন হুডা। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে একটি উইকেট নেওয়া যুযবেন্দ্র চাহাল ম্যাচ সেরার পুরস্কার পান।
IND vs IRE, 2nd T20 Live: সিরিজ জয় ভারতের
৪ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারতীয় ক্রিকেট দল।
IND vs IRE, 2nd T20 Live Score: আইরিশদের ম্য়াচ জিততে চাই ১২ বলে ৩০ রান
১২ বলে ৩০ রান দরকার আয়ারল্যান্ডের ম্যাচ জিততে।
IND vs IRE, 2nd T20 Live: প্রথম উইকেট উমরানের
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেলেন উমরান মালিক।
IND vs IRE, 2nd T20 Live Score: হর্ষল পটেলের শিকার বালবারিন
আয়ারল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। এবার তুলে নিলেন হর্ষল পটেল।
IND vs IRE, 2nd T20 Live: উইকেট পেলেন বিষ্ণোই
আয়ারল্যান্ডের ২ উইকেটের পতন। উইকেট পেলেন রবি বিষ্ণোই।