Ind vs NZ 1st T20 Live : প্রথম টি২০-তে জয়ী ভারত, ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে
Ind vs NZ, 1st T20, Jaipur: দুরন্ত লড়াই নিউজিল্যান্ডের। প্রথমে ব্যাট করে ১৬৪ রান তুলল কিউয়িরা। গাপ্তিলের ব্যক্তিগত সংগ্রহ ৭০। ২৩ রানে দুই উইকেট তুলে নিলেন অশ্বিন...

Background
টি-টােয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হারতে হয়েছিল। কিন্তু সেই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। জয়পুরে আজ প্রথম ম্যাচ সিরিজের। বিশ্বকাপ হারের প্রতিশোধ হয়ত দ্বিপাক্ষিক সিরিজে জয় দিয়ে তুলনা করাটা শোভা পায় না। কিন্তু পরিসংখ্যানও কিন্তু ভারতের পক্ষে একদমই নয়।
এখনও পর্যন্ত ২ টো দল মোট ৯ বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের মাটিতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোট ৬ বার জয় হাসিল করে নিয়েছে নিউজিল্যান্ড। ৩ বার জয় পেয়েছে ভারতীয় দল। তবে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ৫২ ম্যাচের মধ্যে ৩১টি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২০ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে। আবার কিউয়িদের বিরুদ্ধে সর্বমোট ১৮ বার মুখোমুখি হয়েছে ভারত। সেখানেও ৮ বার জয় হাসিল করে নিয়েছে কিউয়িরা। ৮ বার জয় পেয়েছে ভারত।
টি-টোয়েন্টি সিরিজের পরের ২টো ম্যাচ হবে শুক্রবার, ১৯ তারিখ ঝাড়খণ্ডের রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার, ২১ তারিখ ইডেনে। টি-২০ সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ড দু’টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু ২৫ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।
Ind vs NZ 1st T20 Live : প্রথম টি২০-তে জয়ী ভারত, ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে
প্রথম টি২০-তে জয়ী ভারত
Ind vs NZ 1st T20 Live : শেষ ওভারে জিততে ৯ রান প্রয়োজন ভারতের
শেষ ওভারে জিততে ৯ রান প্রয়োজন ভারতের






















