IND VS NZ: নেটে থ্রো ডাউন দ্রাবিড়ের, কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে কী বার্তা দিলেন রোহিতদের?
IND VS NZ: আজ থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে প্রস্তুতিতে নতুন ভূমিকায় দেখা গেল রাহুলকে। রোহিত শর্মাকে নেটে থ্রো ডাউন করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালকে।
জয়পুর: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। নতুন কোচের অধীনে প্রস্তুতিতেও নেমে পড়েছেন টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা দূরে সরিয়ে এবার নতুনভাবে শুরু করতে চাইছে তারা। বিরাট কোহলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। আজ থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে প্রস্তুতিতে নতুন ভূমিকায় দেখা গেল রাহুলকে। রোহিত শর্মাকে নেটে থ্রো ডাউন করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালকে। বিসিসিআই ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও ক্লিপিংস তাঁদের সোশ্যাল সাইটে প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে থ্রো ডাউন স্পেশালিস্ট রাহুলকে।
New roles 👌
— BCCI (@BCCI) November 16, 2021
New challenges 👊
New beginnings 👍
Energies were high yesterday on Day 1 at the office for #TeamIndia T20I captain @ImRo45 & Head Coach Rahul Dravid. 👏 👏#INDvNZ pic.twitter.com/a8zlwCREhl
আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন দলের নতুন সহ অধিনায়ক কে এল রাহুল। কোচ হওয়ার পর প্রথমবার সাংবাদিক বৈঠকে এলেন রাহুল দ্রাবিড়। ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব সামেলেছেন। তবে প্রথমবার সিনিয়র জাতীয় দের কোচ। দ্রাবিড় বলেন, “কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব। আমি এটাই মেনে চলি। কোনও এক ধরনের ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ সমানভাবে প্রাধান্য পাবে। তবে ৩ ফর্ম্যাটে আলাদা দল হবে কি না তা নিয়েও আমরা ভাবনা চিন্তা করব। কারণ ক্রিকেটারদের শারিরীক ধকল, ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের দিকটাও দেখা ভীষণ জরুরী।''
২০০৭ সালে রাহুলের নেতৃত্বেই ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। গত ১৪ বছরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছেন তিনি। সহ অধিনায়ক থেকে এবার নেতৃত্বের ব্য়াটনও সামলাচ্ছেন। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন। রোহিতের প্রশংসা করে রাহুল বলেন, 'আমরা সবাই জানতাম যে রোহিত ভীষণ স্পেশাল একজন ক্রিকেটার হতে চলেছে। একজন প্লেয়ারের পাশাপাশি ও একজন অধিনায়ক হিসেবেও দুর্দান্ত হয়ে উঠেছে ও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওর সাফল্য অসাধারণ। একইসঙ্গে আইপিএল ও দেশের জার্সিতে সাফল্য ধরে রাখা অত সহজ হয় না। তার জন্য বিশেষ স্পেশাল ক্ষমতা দরকার।'