IND vs PAK: মেলবোর্নের রাস্তায় কোহলিদের ছবি এঁকে অভিনব উপায়ে স্বাগত জানালেন সমর্থকরা
T20 World Cup: রবিবার মেলবোর্নে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দুই দল।
মেলবোর্ন: রবিবার মেলবোর্নে ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করবে দুই দল। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সমর্থকরা ম্যাচে নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাতেও তৈরি। তবে ম্যাচের আগের দিন এক অভিনব উপায়ে ভারতীয় সমর্থকরা টিম ইন্ডিয়াকে মেলবোর্নে স্বাগত জানালেন।
অভিনব উপায়ে স্বাগত
টিম ইন্ডিয়ার অনুরাগীরা মেলবোর্নের রাস্তায় ভারতীয় তারকাদের ছবি এঁকে তাদের বিশ্বকাপের জন্য মেলবোর্নে স্বাগত জানালেন। ছবিতে ভারতীয় দলের তিন জনপ্রিয় তারকা এবং মেলবোর্ন মাঠ দেখা যাচ্ছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে এই ছবিতে দেখা যাচ্ছে। মেলবোর্ন শহরের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে এই ছবি দেখা গিয়েছে। শুধুমাত্র রাস্তায় বিরাটদের ছবি এঁকেই নয়, মেলবোর্নে ভারতীয় দল ঘিরে এমনিও উন্মাদনার কোনও কমতি নেই।
অনুশীলনে ভিড়
বর্তমানে বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া আর ভারত ও পাকিস্তানের ম্যাচ হয় না। তাই এই ম্য়াচগুলি ঘিরে উত্তেজনা থাকে। আর ভারতীয় দল বিশ্বের যেখানেই খেলুক না কেন, টিম ইন্ডিয়ার কোনওদিনই সমর্থনের অভাব হয় না। মেলবোর্নেও ভারতীয় দলকে অনুশীলন করতে দেখার জন্য ভিড় উপচে পড়ল। সেই ছবি দেখে বোঝা দেয় যে ম্যাচ নয়, এদিন ভারতীয় দল কেবল অনুশীলনেই নেমেছিল। কাল এক লাখ দর্শকের উপস্থিতিতে ভারত-পাক মহারণের পরিবেশ ঠিক কেমন হতে চলেছে, তার পূর্বাভাস আজকের এই ঘটনাই দেয়।
আইসিসির ক্রমতালিকায় ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন সূর্য। অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন সূর্য। তবে সূর্যকুমারকে নিয়ে একেবারেই চিন্তিত নন আমির। তাঁর দাবি, 'পাকিস্তানের বোলিং আক্রমণ যতটা শক্তিশালী, সেই দিকটা বিচার করে আমার মতে পাকিস্তানই এগিয়ে। ভারতীয় দল নিঃসন্দেহে প্রতিভাবান। অনেকেই সূর্যকুমারের বিষয়ে বলছেন, তবে আমি পাকিস্তান অধিনায়ক হলে সেই নিয়ে বেশি চাপ নিতাম না। রোজ রোজ তো কেউ ভিভ রিচার্ডসের মতো ব্যাট করতে পারে না। ওরকম ওঁ একজনই ছিল। হ্যাঁ, তবে ভারতের হয়ে কোহলি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, রোহিত শর্মাও আছেন দলে।'
আরও পড়ুন: রোহিত বা বিরাট নন, এই ভারতীয় তারকা বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন, দাবি পিটারসেনের