T20 WC, Ind vs Pak: কেমন হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে আজ ভারতের প্রথম একাদশ?
T20 WC, Ind vs Pak: সেক্ষেত্রে অশ্বিনকে হয়তো প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে। অন্যদিকে, বুমরা, শামিদের পাশে ভুবি না শার্দূল, কাকে দেখা যাবে, সেটাও বড় প্রশ্ন।
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ৫ বার দেখা হয়েছে ২ দলের। পাঁচবারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সংখ্যাটা এবার বাড়িয়ে নেওয়ার পালা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং - একদিকে সব বিভাগে দুর্দান্ত ভারসাম্যে থাকা টিম ইন্ডিয়া। অভিজ্ঞতার সঙ্গে যেখানে তারুণ্যের দুরন্ত মিশেল। অন্যদিকে, অন্দরমহলে লাগাতার বিতর্কের মধ্যে থাকা পাকিস্তান। রেকর্ড ও পারফরম্যান্সের নিরিখে মেন ইন ব্লু শুধু ফেভারিটই নয়, দুবাইয়ে আইপিএল খেলেও বেশ কিছুটা প্রস্তুতি সেরেছে তারা। আইপিএলে দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে পাক-ম্যাচে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে অশ্বিনকে হয়তো প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে। অন্যদিকে, বুমরা, শামিদের পাশে ভুবি না শার্দূল, কাকে দেখা যাবে, সেটাও বড় প্রশ্ন।
ব্য়াটিং বিভাগে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে এল রাহুলের নামবেন, তা মোটামুটি পাকা। যদিও ঈশান কিষাণও দুর্দান্ত পারফর্ম করেছিলেন প্রস্তুতি ম্যাচে। কিন্তু প্রথম চয়েস অবশ্যই রাহুল। তিনে অবশ্যই অধিনায়ক বিরাট। এরপর চার ও পাঁচে যথাক্রমে সূর্যকুমার যাদব ও উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। হার্দিক যদি ম্যাচে বল করেন, তবেই ছয় নম্বরে অলরাউন্ডার হিসেবে তাঁকে দেখা যেতে পারে। বোলিং বিভাগে ৩ স্পিনার ও ২ পেসার খেলাতে পারে টিম ম্যানেজম্য়ান্ট। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারকে বসতে হবে। ২ পেসার হয়ত মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা। স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও বাকি ২ জন রবিচন্দ্রন অশ্বিন ও বরুণ চক্রবর্তী।
শনিবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস ছিল ভারত ও পাকিস্তান - দুই দলেরই। দুবাইয়ে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, এদিন ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন হেড কোচ রবি শাস্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রবেশ করেছেন ক্রিকেটারেরা। তার ওপর মরুদেশে প্রবল গরম। শোনা গেল, পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেটারদের নিংড়ে নেওয়ার পক্ষপাতী নন কোচ শাস্ত্রী-অধিনায়ক কোহলি সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং মনে করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ক্রিকেটারেরা মাঠে নামলে সেরাটা দিতে পারবেন। সেই কারণেই ঐচ্ছিক অনুশীলনের বন্দোবস্ত। যদিও হার্দিকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা