India vs South Africa: সিরিজ জয় লক্ষ্য, কিন্তু কেপটাউনে ভারতের রেকর্ড কী বলছে?
India vs South Africa: আগামীকাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। এর আগে কেপটাউনের মাটিতে ৫ বার টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। কিন্তু কোনোবারই জয় হাসিল করতে পারেনি।
কেপটাউন: চলতি সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মত সেঞ্চুরিয়নে মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল। এর আগে কখনো সেখানে টেস্ট জেতেনি ভারতীয় ক্রিকেট দল। তেমনই কেপটাউনের মাটিতেও প্রথমবার টেস্ট ম্যাচ জয়ের লক্ষ্যে আগামীকাল থেকে মাঠে নামছে টিম ইন্ডিয়া। কারণ এই মাঠের রেকর্ডও তাদের পক্ষে কথা বলছে না। এর আগে কেপটাউনের মাটিতে ৫ বার টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। কিন্তু কোনোবারই জয় হাসিল করতে পারেনি। ৩ ম্যাচে হেরেছে ও ২ ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে যদি ভারতীয় দল জয় হাসিল করতে পারে, তবে শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ই নয়, কেপটাউনেও প্রথম টেস্ট জয়ের নজির গড়বে বিরাট বাহিনী।
১৯৯৩ সালের পর থেকে কেপটাউনের নিউল্যান্ডসে ভারত মোট ৫ বার মুখোমুখি হয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে টেস্টে। ১৯৯৭ সালে প্রথম সাক্ষাতে ২৮২ রানে হেরেছিল ভারত। এরপর ২০০৭ সালে ৫ উইকেটে হার ও শেষবার ২০১৮ সালের সিরিজের প্রথম ম্যাচে ৭২ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে। বাকি ২ ম্যাচ ড্র হয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কেপটাউনে। এই ভেন্যুতে মোট ৫৮ ম্যাচ খেলে ২৬ ম্যাচ জিতেছে তারা।
এদিকে, আজ বিকেল ৩.৩০ -এ সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে উড়ে আসার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিরাট। এরপরই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। এরপরই বিতর্ক দানা বাঁধে। এরপর ম্যান্ডেলার দেশে চলে আসার পর একবারের জন্যও সাংবাদিকদের সামনে আসেননি তিনি। সেঞ্চুরিয়ন টেস্টে তিনি খেলেছিলেন। কিন্তু আসেননি সাংবাদিক বৈঠকে। ওয়ান্ডারার্সে পিঠের ব্যথার জন্য খেলেননি বিরাট। জোহানেসবার্গ টেস্ট ম্যাচের ঠিক আগে রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন যে বিরাট কোহলি কেপটাউন টেস্ট ম্যাচের আগে কথা বলবেন, কারণ বিসিসিআই মিডিয়া টিমের পক্ষ থেকে বিরাটের ১০০ তম টেস্ট ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি রয়েছে।