IND vs SA: সিরিজ জয়ের সামনে ভারত, কখন-কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে?
Team India: ভারতীয় শিবির তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।
এবেখা: সিরিজে ১-০ এগিয়ে ভারত, এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মঙ্গলবার এবেখায়। তবে মঙ্গলবারের ম্যাচ দিন-রাতের। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়। গত চার বছরেরও বেশি সময় এবেখায় কোনও ওয়ান ডে ম্য়াচ হয়নি। তবে এই মাঠে খুব একটা বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। গত ১২ বছরে আটটি ওয়ান ডে ম্য়াচে কোনও তিনশো রানের ম্যাচ হয়নি। দক্ষিণ আফ্রিকার মাঠগুলির মধ্যে সবচেয়ে মন্থর উইকেট এবেখাতেই। ভারতীয় শিবির (Team India) তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে। তা নাহলে গত আড়াই বছরের মধ্যে ঘরের মাঠে চারটি ওয়ান ডে সিরিজ হারবেন প্রোটিয়ারা। যে রেকর্ড মোটেও খুব একটা আশাব্যঞ্জক হবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য।
প্রথম ওয়ান ডে-তে দুই শিবিরের দুই নবাগত নজর কেড়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। যিনি গতি ও স্যুইংয়ের যুগলবন্দিতে ভবিষ্যতের ভরসা হয়ে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। অন্যদিকে সাই সুদর্শন জোহানেসবার্গেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে-তে নেমেছিলেন। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করে জ্বলে ওঠেন। দ্বিতীয় ম্যাচেও এই দুজনের দিকেই নজর থাকবে।
সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং রেকর্ড লজ্জাজনক। রবিবার জোহানেসবার্গে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা ভারতের বিরুদ্ধে শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে প্রথমবার তাদের একশো পেরনোর নজির। আগের দু'ম্যাচে একশোও তুলতে পারেনি।
কাদের ম্যাচ
ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা
দক্ষিণ আফ্রিকার এবেখায়
কখন শুরু
ম্যাচ শুরু বিকেল ৪.৩০, তার ৩০ মিনিট আগে, বিকেল ৪টেয় টস
কোথায় দেখবেন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
যারা স্মার্টফোনে বা ল্যাপটপ, ট্যাবে ম্যাচ দেখতে চান, ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে তাঁরা দেখতে পাবেন ম্যাচ
আরও পড়ুন: সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর... বিশ্বকাপ জেতার বর্ষপূর্তিতে আবেগপূর্ণ বার্তা মেসির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে