Rishabh Pant: দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন না, কবে মাঠে ফিরবেন পন্থ?
IND vs SA: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলেও রাখা হয়নি পন্থকে।
মুম্বই: গত বছরের ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। তাঁর প্রাণসঙ্কট দেখা দিয়েছিল। অল্পের জন্য রক্ষা পান। কিন্তু সারা শরীরের দগদগে ক্ষত। হাঁটুতে একের পর এক অস্ত্রোপচার। প্রশ্ন ছিল, ঋষভ পন্থ (Rishabh Pant) কি আর কোনওদিন মাঠে নামতে পারবেন?
তবে সব উদ্বেগ দূরে সরিয়ে মাঠে ফিরেছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও শুরু করেছেন। সম্প্রতি কলকাতায় এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরেও যোগ দিয়েছিলেন পন্থ।
তবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলেও রাখা হয়নি পন্থকে। দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল (Team India)। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। সব শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তিন সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত হল বৃহস্পতিবার। কোনও দলেই রাখা হয়নি পন্থকে। অনেকে ভেবেছিলেন প্রোটিয়াভূমেই প্রত্যাবর্তন হবে পন্থের। কিন্তু তিনি দলে না থাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে, কবে মাঠে ফিরবেন পন্থ? অনেকের মতে, আইপিএলের আগে মাঠে নামা হবে না বাঁহাতি তারকার। আপাতত আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে।
নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।
*ফিট হলে খেলবেন শামি।
টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই