IND VS SA: প্রোটিয়া সফরের প্রস্তুতিতে ২২ গজে নেমে পড়ল ভারতীয় দল
IND VS SA: প্রত্যেক তারকা ক্রিকেটারই এদিন মাঠে নেমে পড়লেন প্রস্তুতিতে। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন বিরাট কোহলি। সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া কে এল রাহুলকেও (k l rahul) চেনা ছন্দে দেখা গেল।
![IND VS SA: প্রোটিয়া সফরের প্রস্তুতিতে ২২ গজে নেমে পড়ল ভারতীয় দল IND vs SA test match Team India first practice session ahead of first South Africa vs India 1st Test IND VS SA: প্রোটিয়া সফরের প্রস্তুতিতে ২২ গজে নেমে পড়ল ভারতীয় দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/20664b961b38a26ac657f0640de4c1fc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সেঞ্চুরিয়ন: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা (ind vs sa) প্রথম টেস্ট। তার আগে নেট সেশন শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট (virat), রাহুল (k l rahul), অশ্বিন, বুমরা (jasprit bumrah) সহ দলের প্রত্যেক তারকা ক্রিকেটারই এদিন মাঠে নেমে পড়লেন প্রস্তুতিতে। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন বিরাট কোহলি। সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া কে এল রাহুলকেও (k l rahul) চেনা ছন্দে দেখা গেল। বল হাতে হাত ঘোরালেন জশপ্রীত বুমরা থেকে রবিচন্দ্রন অশ্বিন। আসন্ন সিরিজে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন বুমরা ও শামি। সঙ্গে রয়েছেন উমেশও। তবে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা অশ্বিন। রাহুল দ্রাবিড় পুরোদমে কোচ হয়ে আসার পর এই প্রথম বিদেশ সফরে খেলতে গিয়েছে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করা হয়েছে ভারতীয় দলের অনুশীলনের। এছাড়াও একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
Getting Test-match ready 👌 👌
— BCCI (@BCCI) December 19, 2021
🎥 Snippets from #TeamIndia's first practice session ahead of the first #SAvIND Test. pic.twitter.com/QkrdgqP959
রোহিত শর্মা (Rohit Sharma) চোটের জন্য নেই। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে তাঁর।
রোহিতের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চোটের কারণে এই সিরিজের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। সেই কারণেই বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেএল রাহুলকে।
অনেকে অবশ্য ভেবেছিলেন, রোহিতের পরিবর্তে সহ-অধিনায়ক করা হতে পারে অজিঙ্কা রাহানেকে। তবে সমালোচকেরা রাহানের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে কারণেই হয়তো রাহানের পরিবর্তে রাহুলের কাঁধেই সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল। এখন পর্যন্ত ৪০টি টেস্ট খেলেছেন কেএল রাহুল। যাতে তিনি ৬টি সেঞ্চুরি করেছেন। ৩৫.১৬ গড়ে ২৩২১ রান করেছেন রাহুল। অনেকেই কেএল রাহুলকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখতে শুরু করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)