এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ওয়াংখেড়ের ‘স্পেশ্যাল’ ইনিংস স্ত্রী অনুষ্কাকে উপহার হিসেবে উৎসর্গ করলেন কোহলি
বুধবার ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ২৯ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস এল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এই ইনিংসে ভর করে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। এই ইনিংস কোহলি তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রী অনুষ্কা শর্মাকে উত্সর্গ করলেন।
নয়াদিল্লি: বুধবার ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ২৯ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস এল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এই ইনিংসে ভর করে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। এই ইনিংস কোহলি তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রী অনুষ্কা শর্মাকে উত্সর্গ করলেন। এমন একটা দিনে এ ধরনের ইনিংস খেলতে পারাটা খুবই স্পেশ্যাল বলে মন্তব্য করেছেন কোহলি।
ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন কোহলিকে। ম্যাচের পর পুরস্কারপ্রদান অনুষ্ঠানে কোহলি বলেছেন, এটা একটা বিশেষ ইনিংস। আর আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী হওয়ায় এটা একটা বিশেষ উপহার।
কোহলি বলেছেন, আজকের রাত স্পেশ্যাল এবং এটা আমার খেলা অন্যতম সেরা ইনিংস। প্রথমে ব্যাট করে জিতেছি, এটা খুবই ভালো লাগছে।
ওয়াংখেড়েতে সাধারণত পরে ব্যাট করে জয়ের রেকর্ডই পেশি। গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। কিন্তু কোহলির অপরাজিত ৭০ এবং কেএল রাহুল (৯১) এবং রোহিত শর্মা (৭১)-র ওপেনিং জুটিতে ১৩৫ রানে ভর করে ভারত ৩ উইকেটে ২৪০ রানের বিশাল স্কোর করে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রানে থমকে যায়। কায়রন পোলার্ড ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে রান তাড়া করার একটা চেষ্টা করেছিলেন।
কোহলি বলেছেন, তিন ফরম্যাটেই অবদান রাখতে পারি বলে জানি। এখন টি ২০ বিশ্বকাপ আসছে। তাই একটা মোটিভেশন রয়েছে। বেশ কিছুদিন টি ২০ থেকে দূরে থাকার পর ফিরে এসে এ ধরনের ইনিংস খেলাতে পেরে বেশ ভালো লাগছে। মাঠে পরিকল্পনা ঠিকমতো কাজে লাগানো গিয়েছে।
অধিনায়ক বলেছেন, প্রথমে ব্যাট করা নিয়ে দলেও দ্বিধা ছিল।কিন্তু বুধবার প্রথম বল থেকেই বোলারদের আক্রমণের মাধ্যমে দল লক্ষ্যটা স্পষ্ট করে দেয়।
কোহলি বলেছেন, রাহুল ও রোহিত যেভাবে খেলেছে, তাতে দলের জয়ের ভিত তৈরি হয়ে যায়। এখানকার পিচে সহজভাবে খেলা সম্ভব হয়। এটা আমাদের কাছে একটা শিক্ষা এবং আমাদের এটা মনে রাখা প্রয়োজন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement