ধর্মশালা টেস্ট: ভারতীয় ব্যাটিংয়ে ধস, লায়ন-ঘূর্ণিতে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া
ধর্মশালা: শুরুটা ভাল করলেও দিনের শেষে পরপর উইকেট খুইয়ে ধর্মশালা টেস্টে চাপে ভারতীয় ব্যাটিং। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ২৪৮/৬। ফলে, এখনও পর্যন্ত ম্যাচে দুই পক্ষই সমান জায়গায় রয়েছে।
FIFTY! @cheteshwar1 celebrates as he brings up another Test 50 #INDvAUS pic.twitter.com/iKBJRuTvjQ
— BCCI (@BCCI) March 26, 2017
এদিন শুরুতে মুরলি বিজয়ের উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের ইনিংসকে টেনে তোলে পূজারা-রাহুল জুটি। ৮৭ রানের পার্টনারশীপে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। রাহুল ৬০ রান ও পূজারা ৫৭ রানে আউট। এরপর, রাহানে স্কোরবোর্ড কিছুটা এগিয়ে নিয়ে গেলেও ৪৬ রানে তাঁকে ফেরান লায়ন। পূজারা, রাহানে, অশ্বিন ও নায়ার, চার উইকেট তুলে ভারতের ব্যাটিংয়ে ধস নামান লায়ন।
.@klrahul11 brings up his 5th half-century of the series @Paytm #INDvAUS pic.twitter.com/LKTFYg9Jce — BCCI (@BCCI) March 26, 2017
দিনের শেষে ৬ উইকেটে ২৪৮ তুলেছে টিম ইন্ডিয়া। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৫২ রানে পিছিয়ে রাহানে-বাহিনী। হাতে রয়েছে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাডেজা।