এক্সপ্লোর
Advertisement
ওপেনিংয়ে জায়গা পাওয়া নিয়ে রাহুল ও ধবনের মধ্যে লড়াই স্বাস্থ্যকর, মত ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের
মঙ্গলবার থেকে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হচ্ছে।
নয়াদিল্লি: তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের ওপেনার হিসেবে রোহিত শর্মার জায়গা নিশ্চিত। তাঁর সঙ্গী হওয়া নিয়ে লড়াই চলছে বর্তমানে অসাধারণ ফর্মে থাকা লোকেশ রাহুলের সঙ্গে কিছুটা অফফর্মে থাকা শিখর ধবনের। এ বিষয়ে আজ ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, ‘কাকে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে আমরা দ্বিধায় আছি। এটা দলের পক্ষে ভাল। শিখর ও ধবন দু’জনেই ভাল খেলছে। একদিনের ম্যাচে শিখর ভাল পারফরম্যান্স দেখিয়েছে। রাহুল দুর্দান্ত ফর্মে আছে। ওদের মধ্যে যখন যে কোনও একজনকে বেছে নিতে হবে, তখন আমরা বিষয়টা নিয়ে ভাবব। আমাদের হাতে এখনও দু’দিন আছে। টিম ম্যানেজমেন্টই কোনও একজনকে বেছে নেবে।’
মঙ্গলবার থেকে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হচ্ছে। এরপর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এ বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে সব সম্ভাব্য খেলোয়াড়কেই দেখে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে রাঠৌর বলেছেন, ‘টি-২০ ও একদিনের ফর্ম্যাট আলাদা। ক্রিকেট খেলায় আত্মবিশ্বাস লাগে। তাই অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্স পার্থক্য গড়ে দেবে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এই সিরিজে আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলব, যারা বিশ্বের অন্যতম সেরা। আমরা সেই দলের বিরুদ্ধে ভাল খেলে সিরিজ জেতার চেষ্টা করব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement