এক্সপ্লোর
Advertisement
বুমরাহর ৪ উইকেট, ব্যর্থ শাকিব-সৈফুদ্দিনের লড়াই, বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ভারত
ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫৫ রান দিয়ে ৪ এবং হার্দিক পাণ্ড্য ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন।
বার্মিংহ্যাম: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ ২৮ রানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল ভারতীয় দল। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান (৬৬) ও মহম্মদ সৈফুদ্দিন (৫১ অপরাজিত) লড়াই করলেও, সেটা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫৫ রান দিয়ে ৪ এবং হার্দিক পাণ্ড্য ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন। ভারতের ৯ উইকেটে ৩১৪ রানের জবাবে ৪৮ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচ জিতলে শাকিবদের সেমিফাইনালে যাওয়ার আশা থাকত। কিন্তু হেরে সব আশা শেষ হয়ে গেল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বড় রান করে ভারত। এবারের বিশ্বকাপে পরপর দু’টি ম্যাচে শতরান করলেন ভারতের তারকা ওপেনার রোহিত। একদিনের আন্তর্জাতিকে এটি তাঁর ২৬-তম শতরান। শতরান করার পরেই অবশ্য ফিরে যান রোহিত। তিনি ৯২ বলে ১০৪ রান করেন। সৌম্য সরকারের বলে রোহিতের ক্যাচ ধরেন লিটন দাস। রোহিতের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। অপর ওপেনার রাহুল ৭৭ রান করেন। তাঁকে ফেরান রুবেল হোসেন। ঋষভ পন্থ ৪৮ ও মহেন্দ্র সিংহ ধোনি ৩৫ রান করেন। বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন।
এই ম্যাচে ভারতীয় দলে দু’টি পরিবর্তন হয়। কেদার যাদবের জায়গায় দলে আসেন দীনেশ কার্তিক। কুলদীপ যাদবের পরিবর্তে দলে ফেরেন ভুবনেশ্বর কুমার। কার্তিক অবশ্য এদিন বড় রান করতে ব্যর্থ হন। তিনি মাত্র আট রান করেন। ভারতের অধিনায়ক করেন ২৬ রান। হার্দিক পাণ্ড্য দ্বিতীয় বলেই কোনও রান না করে ফিরে যান। ভুবনেশ্বর করেন ২ রান। মহম্মদ শামি ১ রান করেন।
এই ম্যাচে বাংলাদেশের দলেও দু’টি পরিবর্তন হয়। অধিনায়ক মাশরফি মোর্তাজা জানান, মেহিদি হাসানের জায়গায় দলে নেওয়া হয়েছে রুবেল হুসেনকে। ফিটনেস পরীক্ষায় উতরোতে না পারায় মাহমুদুল্লাহর পরিবর্তে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে। বোলাররা ভারতীয় দলকে কম রানে বেঁধে রাখতে পারেননি। ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর শুরু থেকেই চাপ ছিল। দুই ওপেনার তামিম ইকবাল (২২) ও সৌম্য (৩৩) শুরুটা খারাপ করেননি। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পর শাকিব ছাড়া মিডল অর্ডারের আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। মুশফিকুর রহিম ২৪ ও লিটন দাস ২২ রান করেন। মোসাদ্দেক হোসেন ৩ রান করেই ফিরে যান। সাব্বির রহমান (৩৬) ও সৈফুদ্দিনের জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু বুমরাহ এই জুটি ভাঙার পরেই বাংলাদেশের লড়াই থেমে যায়।
ভারত- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক),হার্দিক পান্ড্য, যজুবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ- মাশরফি মোর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মহম্মদ সইফুদ্দিন মুস্তাফিজুর রহমান, রুবেল হুসেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement