আর কয়েকটা ওভার ক্রিজে থাকলেই সিডনিতে জিতে ইতিহাস তৈরি করতেন পন্থ, মত হরভজনের
দু দিন আগে চোট পেয়েছিলেন পন্থ। ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিলেন। বাঁচোয়া এটাই যে তাঁর বাঁ-হাতের হাড়ে চিড় ধরেনি। তবে যন্ত্রণা রয়েই গিয়েছিল। হাই ডোজের পেইন কিলার খেয়ে মাঠে নামেন পন্থ।
সিডনি: টেস্টের পঞ্চম দিনে ঋষভ পন্থ আরও কয়েক ওভার ক্রিজে থেকে বেশি রান তুলতে পারলে নতুন ইতিহাস তৈরি হত। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ।
দু দিন আগে চোট পেয়েছিলেন পন্থ। ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিলেন। বাঁচোয়া এটাই যে তাঁর বাঁ-হাতের হাড়ে চিড় ধরেনি। তবে যন্ত্রণা রয়েই গিয়েছিল। হাই ডোজের পেইন কিলার খেয়ে মাঠে নামেন পন্থ। শতরান না ছুলেও কামাল করে দেখিয়েছেন তিনি, তা বলাই বাহুল্য। সিডনি টেস্টে ১১৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন পন্থ। পরপর তিনটি চার মারার পর ফের বাউন্ডারি মারতে গিয়ে নাথান লিয়নের বলে পয়েন্টে ক্যাচ তুলে বসেন পন্থ।
হরভজন বলেন, একদিনের আন্তর্জাতিক দল বা টি টোয়েন্টি দলে ছিল না ঋষভ। হাতে চোট নিয়েও ময়দানে নেমেছিল। খেলা এবং দলের প্রতি ওর ভালবাসা কতটা গভীর, এটা থেকেই বোঝা যায়। আর কয়েকটা ওভার খেলতে পারলে ম্যাচটা জিততে পারত ভারত। নতুন ইতিহাস তৈরি হত।
উল্লেখ্যে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে লেখা থাকবে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট ড্র হওয়ার কথা। কিন্তু ক্রিকেট ভক্তরা মনে রাখবেন ভারতীয় ক্রিকেটারদের সিংহহৃদয় লড়াই। দিনের শুরুতে যে লড়াইটা শুরু করেছিলেন পন্থ ও চেতেশ্বর পূজারা। পূজারা একদিক ধরে রেখেছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর পন্থ শুরু করেছিলেন কাউন্টার পাঞ্চ। এরপর দলের হাল ধরেন হনুমা-অশ্বিন জুটি।