এক্সপ্লোর
দৃষ্টিহীনদের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, সেমিফাইনালে ভারত

ছবি সৌজন্যে ট্যুইটার
দুবাই: দৃষ্টিহীনদের বিশ্বকাপে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। পাকিস্তান, বাংলাদেশের পর নেপালকেও সহজেই আট উইকেটে হারিয়ে দিল অজয় রেড্ডির দল। আজ প্রথমে ব্যাট করে ১৫৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। ২৫ ওভারেই ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারতীয় দল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলল ভারত। এর আগে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দেয় ভারত। এরপর গতকাল বাংলাদেশকেও ১০ উইকেটে হারিয়ে দেয় অজয়ের দল। এই জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটে ২২৬ রান করে বাংলাদেশ। অজয় চার উইকেট নেন। এরপর তিনি রান তাড়া করতে নেমে ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার সুনীল রমেশও ঝোড়ো শতরান করেন। তিনি মাত্র ৫৭ বলে ১০৫ রান করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















