এক্সপ্লোর
Advertisement
লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সপ্তমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেলেও, বাংলাদেশকে ১০১ রানে থামিয়ে দেন ভারতের তরুণ ক্রিকেটাররা।
কলম্বো: বাংলাদেশেকে হারিয়ে সপ্তমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে নিল ভারতীয় দল। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, বোলারদের দাপটে ফাইনাল ম্যাচে জয় পেল ভারত। লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেলেও, বাংলাদেশকে ১০১ রানে থামিয়ে দেন ভারতের তরুণ ক্রিকেটাররা। অথর্ব আঙ্কোলেকর ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন। আকাশ সিংহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। এই দুই বোলারের দাপটেই জয় পায় ভারতীয় দল।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা মোটেই ভাল হয়নি। ৮ রানে ৩ উইকেট পড়ে যায়। এরপর অধিনায়ক ধ্রুব জুরেল (৩৩) ও শাশ্বত রাওয়াতের (১৯) জুটি ভারতীয় দলকে লড়াইয়ে ফেরায়। ৮ নম্বরে নামা কর্ণ লাল করেন ৩৭ রান। ভারতের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামিম হোসেন তিনটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতেই চাপে পড়ে যায়। স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফিরে যান চারজন ব্যাটসম্যান। এরপর অধিনায়ক আকবর আলি (২৩) ও মৃত্যুঞ্জয় (২১) কিছুটা লড়াই করেন। তবে সেই লড়াই যথেষ্ট ছিল না। ভারতই শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement