টেস্টে সবার ওপরে ভারতই, ওয়ানডেতে শীর্ষ স্থান ধরে রাখল ইংল্যান্ড
টেস্ট তালিকায় এক নম্বর স্থান ধরে রাখল ভারত। অন্যদিকে ওয়ানডেতে শীর্ষ স্থানে রইল ব্রিটিশ দলই।
দুবাই: টেস্ট তালিকায় এক নম্বর স্থান ধরে রাখল ভারত। অন্যদিকে ওয়ানডেতে শীর্ষ স্থানে রইল ব্রিটিশ দলই। বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পয়েন্ট তালিকায় ১২৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইংল্যান্ড। ব্যাবধান কমিয়ে দুইয়ে রইল ভারত। নতুন তালিকায় ১ পয়েন্ট বাড়িয়ে ভারত ১২১-এ দাঁড়িয়ে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চারে নিউজিল্যান্ড। পাঁচ নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, এই তালিকায় পয়েন্ট কমেছে পাকিস্তান ও বাংলাদেশের।
India and England continue their reign atop the @MRFWorldwide ICC Men's Team Rankings in Tests and ODIs after the annual update!https://t.co/t7TEpvzIhR
— ICC (@ICC) May 2, 2019
টেস্ট তালিকায় ভারতের পরেই রয়েছে কিউইরা। কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট ১১১। ভারতের সঙ্গে তাঁদের পয়েন্টের ফারাক ৩। তৃতীয় স্থানে রয়েছেন ফাফ দু প্লেসিরা। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৮। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড (১০৫) ও অস্ট্রেলিয়া (৯৮)।