এক্সপ্লোর
এই প্রথম, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হকি দল

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দল। টুর্নামেন্টের ৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবার। গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গোলে হেরে যায় ভারত। পাঁচ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অন্যদিকে, বেলজিয়াম-ব্রিটেন ম্যাচের ফল ৩-৩ হওয়ায় গ্রুপ লিগে ব্রিটেন পায় ৬ পয়েন্ট। ফলে ফাইনালে চলে যায় ভারত। খেতাব জয়ের লড়াইয়ে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি তারা। ১৯৮২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন নম্বরে শেষ করেছিল ভারত। এখনও পর্যন্ত ছয় দেশীয় এই টুর্নামেন্টে এটাই তাদের সেরা পারফরম্যান্স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















