IND vs WI: বিশ্বকাপের আগে ভারতীয় দলে ঘাটতি কোথায়, বাতলে দিলেন আগরকর
IND vs WI: আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে সেই সিরিজে খেলবে তারা।
মুম্বই: চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার পর আবার আগামী বছর রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টের আগে ভারতীয় দলের মিডল অর্ডারে আরও শক্তিশালী ব্য়াটার দরকার বলে মনে করেন অজিত আগরকর। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে সেই সিরিজে খেলবে তারা। তার আগে প্রাক্তন পেসার বলছেন, ''ভারতীয় দলে ৪,৫,৬ নম্বর পজিশনে এখনও কেমন যেন অগোছালো। আমরা যদি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভাবি। সেক্ষেত্রে আমাদের ঠিক করতে হবে যে আমরা ওই মিডল অর্ডার পজিশনে আমরা কাকে খেলাব। রাহুল রয়েছে মিডল অর্ডারে খেলার জন্য। কিন্তু ওঁকে কোথায় ব্যবহার করা হবে, এখনও পরিষ্কার নয়।'' উল্লেখ্য, আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ আয়ােজন করবে বিসিসিআই।
কাল থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ভারতকেই এগিয়ে রাখছেন আগরকর। তিনি বলেন, ''ঘরের মাঠে ভারত যে কোনও সময় শক্তিশালী দল। আর রোহিত ফিরে আসায় দল আরও শক্তিশালী হয়ে গিয়েছে। নিঃসন্দেহে এই সিরিজে ভারতই এগিয়ে থেকে মাঠে নামবে।''
শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াডের করোনা। ময়ঙ্ক অগ্রবাল দলের সঙ্গে যোগ দিলেও এখনও আইসোলনেশনে। এই পরিস্থিতিতে আগামীকাল প্রথম ওয়ান ডে ম্যাচে ওপেন করে করবেন? এটাই ছিল প্রশ্ন। উত্তর বাতলে দিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন যে কালকের ম্যাচে ঈশান কিষাণই নামবেন ওপেন করতে রোহিতের সঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ''ঈশান কিষাণ একমাত্র বিকল্প এখন আমাদের কাছে। কোভিডের জন্য অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। শিখর দক্ষিণ আফ্রিকায় ভাল খেলেছিল। কিন্তু ওঁর করোনা হয়ে গেল। রুতুরাজও আক্রান্ত। ময়ঙ্ক এখনও আইসোলেশন পিরিয়ডে। ফলে ঈশানই কাল আমার সঙ্গে ওপেন করতে নামবে। আশা করি ওর কোনও চোট নেই।''