Asia Cup Hockey: চিনের বিরুদ্ধে ৭-০ গোলে জয়, হকি এশিয়া কাপের ফাইনালে ভারত
Hockey India: খেতাবি লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধেই খেলতে নামবে ভারতীয় হকি দল। গত ম্য়াচে ৪-১ গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে জেতার পরই আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ভারতের।

রাজগির: এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। চিনের বিরুদ্ধে গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। সুপার ফোরে গ্রুপ শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে গেল ভারত। খেতাবি লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধেই খেলতে নামবে ভারতীয় হকি দল। গত ম্য়াচে ৪-১ গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে জেতার পরই আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ভারতের। যার প্রতিফলন দেখা গেল চিনের বিরুদ্ধে ম্য়াচে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই চিনের বিরুদ্ধেই খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচে অনেক লড়াই করে জিততে হয়েছিল তাদের। এদিন অবশ্য প্রতিপক্ষ শিবিরকে দাঁড়াতেই দেননি হার্দিকরা। খেলার শুরুতে সহজ সুযোগ মিস করেন মনদীপ। যদিও ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। জার্মনপ্রীতের পাস থেকে শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ারর্টারে আর একটিই গোল করে ভারত। ৮ মিনিটের মাথায় দিলপ্রীত ২-০ ব্যবধানে এগিয়ে দেন ভারতকে।
দ্বিতীয় কোয়ার্টারেও ছবিটা বদলায় নি। ১৮ মিনিটের মাথায় মনদীপ সিংহ গোল করেন। ৩-০ তে এগিয়ে যায় দল। তৃতীয় কোর্টারে গোলের বৃষ্টি দেখা যায় রীতিমতো। ৩৭ মিনিটের মাথায় রাজকুমার ও ৩৯ মিনিটের মাথায় সুখজিতের গোলে ৫-০ তে এগিয়ে যায় ভারত।
শেষ কোয়ার্টারে জোড়া গোল করেন অভিষেক। ৪৬ মিনিট ও ৪৯ মিনিটের মাথায় ম্যাচের শেষ দুটো গোল তিনিই করেন।
সুপার ফোর পর্বে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম জয় ছিল। কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ২-২ ড্র করার পর ভারতের সামনে মালয়েশিয়াকে হারানো ছাড়া আর কোনও রাস্তা ছিল না। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয় ভারতীয় হকি দল। ফাইনালেও কি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে?
মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে গোল করেন
মনপ্রীত সিংহ, সুখজিৎ সিংহ, শিলানন্দ লাকড়া ও বিবেক সাগর প্রসাদ। গ্রুপ পর্বের ম্যাচে টানা তিনটি খেলায় জিতেছিল ভারত। ঘরের মাঠে জয়ে হ্যাটট্রিক করে সুপার ফোরে পৌঁছেছিল মেন ইন ব্লু। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে পারেননি হরমনপ্রীত, মনদীপরা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করে ভারত।
এশিয়া কাপ ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ হাসি হাসতে পারেন কি না টোোকিও ও প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় হকি দল সেটাই দেখার।






















