এক্সপ্লোর
জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ
বিসিসিআই সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ হবে ৫ জানুয়ারি গুয়াহাটিতে। দ্বিতীয় ম্যাচ ৭ জানুয়ারি ইনদওরে। তৃতীয় তথা শেষ ম্যাচ ১০ জানুয়ারি পুণেতে।

নয়াদিল্লি: আগামী জানুয়ারিতে ভারতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। বুধবার বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইসিসি জিম্বাবোয়েকে সাসপেন্ড করায় বিসিসিআই শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসার আমন্ত্রণ জানায়। শ্রীলঙ্কা ক্রিকেট সেই সিরিজ খেলতে আসার বিষয়ে সম্মতি জানিয়েছে।’ বিসিসিআই সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ হবে ৫ জানুয়ারি গুয়াহাটিতে। দ্বিতীয় ম্যাচ ৭ জানুয়ারি ইনদওরে। তৃতীয় তথা শেষ ম্যাচ ১০ জানুয়ারি পুণেতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















