এক্সপ্লোর
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিন নয়া নজিরের দোরগোড়ায় ধোনি
1/6

উইকেটরক্ষক হিসেবেও নয়া নজির গড়তে পারেন ধোনি।উইকেটের পিছনে ৩০০ ক্যাচ নেওয়া থেকে আর মাত্র ১ টি ক্যাচ প্রয়োজন তাঁর। বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত অ্যাডাম গিলক্রিস্ট (৪১৭), মার্ক বাউচার (৪০২) এবং সঙ্গাকারা (৩৩৮) তিনশ-র বেশি ক্যাচ ধরেছেন।
2/6

দুই দেশের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড এখন রয়েছে যুবরাজ সিংহর দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর মোট রান ১৫২৩। এখনও পর্যন্ত ধোনির সংগ্রহ ১৪২৫ রান। সচিন তেন্ডুলকরের রান ১৪৫৫। ভারতের অধিনায়ক বিরাট কোহলির এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সংগ্রহ ৯২১ রান।
Published at : 12 Jul 2018 12:38 PM (IST)
View More






















