এক্সপ্লোর
Advertisement
প্রথম টেস্ট: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত, ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই রাহানেদের সামনে
ব্যাট হাতে ক্রিজে লড়াই করছেন অজিঙ্ক রাহানে (২৫ ব্যাটিং) ও হনুমা বিহারী (১৫ ব্যাটিং)। প্রথম ইনিংসেও ব্যাট হাতে লড়াই করেছিলেন রাহানে। টিম সাউদির বাউন্সারে মাথায় একবার চোট পান তিনি। মাথে টিম ফিজিওকে গিয়ে শুশ্রূষাও করতে হয়। তবে ধৈর্যচ্যুতি হয়নি মুম্বইয়ের ক্রিকেটারের।
ওয়েলিংটন: দ্বিতীয় ইনিংসে একে একে ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, ময়ঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৩৯ রানে পিছিয়ে ভারত। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই হারের ভ্রুকুটি কোহলিদের সামনে। অলৌকিক কিছু না ঘটলে এখান থেকে ম্যাচ বাঁচানো বেশ কঠিন ভারতের পক্ষে।
তৃতীয় দিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। ভারতের চেয়ে ১৮৩ রানের লিড নেয় কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত। রবিবার তৃতীয় দিনের খেলার শেষে ভারতের স্কোর ১৪৪/৪।
শনিবার ২১৬/৫ স্কোরে দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। রবিবার তাদের ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। কলিন ডি গ্র্যান্ডহোম ৪৩ রান করেন। কাইল জেমিসন করেন ৪৪ রান। ১১ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৪ বলে ৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৩৮ রান করেন ট্রেন্ট বোল্ট। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৫ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ-কে (১৪ রান) হারায় ভারত। ১১ রান করে বোল্টের বলেই ফেরেন চেতেশ্বর পূজারা। বোল্টের বলে কট বিহাইন্ড হয়েছেন কোহলি (১৯)। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক। ময়ঙ্ক অগ্রবাল লড়াই করছিলেন। তবে হাফসেঞ্চুরি করার পর টিম সাউদির বলে তিনি কট বিহাইন্ড হন। আপাতত ব্যাট হাতে ক্রিজে লড়াই করছেন অজিঙ্ক রাহানে (২৫ ব্যাটিং) ও হনুমা বিহারী (১৫ ব্যাটিং)। প্রথম ইনিংসেও ব্যাট হাতে লড়াই করেছিলেন রাহানে। টিম সাউদির বাউন্সারে মাথায় একবার চোট পান তিনি। মাথে টিম ফিজিওকে গিয়ে শুশ্রূষাও করতে হয়। তবে ধৈর্যচ্যুতি হয়নি মুম্বইয়ের ক্রিকেটারের। ম্যাচ বাঁচাতে তিনিই এখন বিরাটদের একমাত্র ভরসা। রাহানের ব্য়াটে বড় ইনিংস মানে লড়াই করার মতো জায়গায় থাকবে ভারত। আর তা নাহলে পরাজয় সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াতে পারে। নিউজিল্যান্ডের হয়ে সাউদি একটি ও ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
হুগলি
Advertisement