India vs Australia, Indore Test : উমেশ, অশ্বিনের দাপটে লড়াইয়ে ফিরল ভারত, ১৯৭ রানে শেষ অস্ট্রেলিয়া
Border Gavaskar Trophy 2023: প্রথম ইনিংসে ৮৮ রানের লিড পেল অস্ট্রেলিয়া।
ইনদোর : দ্বিতীয় দিনের সকালে পাল্টা প্রত্যাঘাত ভারতীয় বোলারদের। উমেশ যাদব (Umesh Yadav) , রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) দাপটে ১৯৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। যার জেরে ৮৮ রানের লিড পেল অজিরা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে খেলতে নেমে জমাটি শুরু করেছিল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬ রানে দাঁড়িয়ে ছিল অজিরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খুব একটা কামাল করতে না পারলেও ড্রিঙ্কস ব্রেকের পরি অজিদের ব্যাটিং লাইনে ধস ধরালেন ভারতীয় বোলাররা। মাত্র ৬ ওভারের মধ্যে অজিদের শেষ ৬ উইকেট তুলে নেন ভারতীয় বোলররা।
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadega) চারটি উইকেট নেওয়ার পরে উমেশ যাদব (৩ / ১২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩ / ৪৪) পেয়েছেন ৩টি করে উইকেট নিয়েছেন। ড্রিঙ্কস বিরতির পরে পিটার হ্যান্ডস্কোম্বকে (১৯) প্রথম সাজঘরে ফেরান অশ্বিন। তারপরই একে একে বাকি পাঁচটি উইকেট নিয়ে নেন ভারতীয় বোলাররা। চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত করে অস্ট্রেলিয়া। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৫৬/৪। তখনই ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। যদিও সকালে বেশিক্ষণ স্থায়ী হয়নি অজিদের দাপট। ভারতীয় বোলারদের দাপটের জেরে ১৯৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। তারা পেল ৮৮ রানের লিড।
প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে যায় ভারতীয় ব্যাটিং। ১০৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নেন ম্যাথু কুনেমান। তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের। ম্যাচ শুরু হওয়ার আগে পিচ রিপোর্টে বলা হয়েছিল, উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। ঘাসের সামান্য আভা শুধু বাইশ গজের মাঝের অংশে। যে জায়গায় বল পড়বে, পিচের দুই প্রান্তেই সেই জায়গা কার্যত ন্যাড়া। শুকনো। সামান্য যেটুকু ঘাস ছিল, তাও ম্যাচের আগের দিন ছেঁটে ফেলা হয়েছে।
আরও পড়ুন- ব্যাডমিন্টন খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়ে মৃত্যু