কোহলি আগামী দুটি ম্যাচে অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, আগামী দুটি ম্যাচে দলে কিছু পরিবর্তন হবে।আমি খেলোয়াড়দের ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্সের কথা বলতে চাই, যাতে ইংল্যান্ড যাওয়ার আগে দল ভালো ছন্দে পৌঁছে যায়।
2/5
কোহলি বলেছেন, প্রথম থেকেই লক্ষ্য তাড়া করার কথা ভাবছিলাম। একটা সময় তো মনে হচ্ছিল যে, ৩৫০ রানের লক্ষ্য আমাদের তাড়া করতে হবে। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর আমরা ম্যাচে ফিরে আসি। জেনেছিলাম যে, সন্ধে সাড়ে সাতটার পর এখানে শিশির পড়বে। কিন্তু এমন কিছু একেবারেই হল না। এটা একেবারেই ভুল অনুমান ছিল।
3/5
ভারতীয় দলের অধিনায়ক বলেন, আমার মনে হয়, আমি নিজস্ব শৈলিতেই ব্যাটিং করেছি। কিন্তু এমন একটা সময় আউট হয়ে গেলাম যখন জয়ের জন্য প্রয়োজনীয় রান ও বলের ব্যবধান ২০ তে ছিল।এজন্য খুব হতাশ লাগছে।
4/5
ম্যাচের পর কোহলি বলেছেন, পিচ সহজ ছিল না। এমন পরিস্থিতিতে খারাপ বলের ফায়দা নিয়ে হলে ঝুঁকি নিতে হয়। আমাদের পাঁচ উইকেট না পড়ে যদি তিন উইকেটও পড়ত, তাহলে একটা সুযোগ থাকত। এই উইকেটে জয়ের লক্ষ্য ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। আমার ও বিজয় শঙ্করের আউট হওয়ার পর আমাদের কাছে আর কোনও সুযোগ ছিল না।
5/5
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে বিরাট কোহলি ব্রিগেডকে ৩২ রানে হারতে হয়েছে। একদিনের কেরিয়ারে কোহলির ৪১ তম শতরান সত্ত্বেও অস্ট্রেলিয়ার ৩১৩ রানের জবাবে ভারত ৪৮.২ ওভারে ২৮১ রানে অল আউট হয়ে যায়। কোহলি ১৬ চার ও ১ ওভারবাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলেন।