(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ASU: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অঘটন ঘটাতে মরিয়া সুনীলরা, কখন, কোথায় দেখবেন ভারতের এশিয়ান কাপের ম্যাচ?
AFC Asian Cup: বিশ্ব ক্রমতালিকায় ২৫ নম্বরের সঙ্গে ১০২-এর লড়াই যখন, তখন অস্ট্রেলিয়াই এই ম্যাচে ফেভারিট। কিন্তু ফুটবলে অঘটন নতুন কোনও ঘটনা নয়।
কাতার: অবশেষে কঠিন পরীক্ষার সেই দিন এসে পড়ল। রাত পোহালেই এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। প্রতিপক্ষ বিশ্বের ২৫ নম্বর ও এশিয়ার চার নম্বর অস্ট্রেলিয়া, চার বছর আগে এশিয়ান কাপে যারা কোয়ার্টার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল এবং গত বছর বিশ্বকাপে যারা শেষ ১৬-র রাউন্ডে আর্জেন্তিনার কাছে হেরে ছিটকে যায়। এই অস্ট্রেলিয়াই শনিবার আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে দুই দলই ভাল জায়গায় রয়েছে। ফলে দু’পক্ষেরই ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন।
কাদের ম্যাচ?
আগামীকাল এএফসি এশিয়ান কাপের ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ
ম্য়াচটি আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে খেলা হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ থেকে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ
বিশ্ব ক্রমতালিকায় ২৫ নম্বরের সঙ্গে ১০২-এর লড়াই যখন, তখন অস্ট্রেলিয়াই এই ম্যাচে ফেভারিট। কিন্তু ফুটবলে অঘটন নতুন কোনও ঘটনা নয়। ভারত যদি গোল না খাওয়ার সংকল্প নিয়ে নামে এবং সেই পরিকল্পনা অনুযায়ীই কার্যকরী ফুটবল খেলতে পারে, তা হলে অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে অঘটন ঘটাতে পারে তারা।
অস্ট্রেলিয়া যেমন তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে কাতারে এশিয়ান কাপের আসরে এসেছে। তেমন ভারতও পাঁচটির মধ্যে তিনটিতে জিতে তার পরে কাতারের মাটিতে পা রেখেছে। তাই কোনও দলেরই যে আত্মবিশ্বাসের অভাব হবে না, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
মানের বিচারে অস্ট্রেলিয়া যে ভারতের চেয়ে অনেক এগিয়ে, তা সম্প্রতি ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ ও অধিনায়ক সুনীল ছেত্রী, দুজনেই স্বীকার করে নিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার কাছ থেকে যদি অন্তত এক পয়েন্ট ছিনিয়ে নিতে পারে ভারত, তা হলে শুধু তাদের আত্মবিশ্বাস বাড়বে, তা নয়, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দিকেও পা বাড়িয়ে রাখবে তারা। এশিয়ান কাপের ইতিহাসে ভারতীয় ফুটবল দল কখনও প্রথম রাউন্ডের গণ্ডী পেরোতে পারেনি। এ বার পারলে এক নতুন ঐতিহাসিক মাইলফলক তৈরি করবে। এই তথ্যটুকুই তাদের উজ্জীবিত করার পক্ষে যথেষ্ট। তথ্য সংগ্রহ- আইএসএল মিডিয়া