India vs Eng 3rd T20I: কাজে এল না সূর্যকুমারের লড়াকু শতরান, তৃতীয় টি২০-তে হার ভারতের
Suryakumar Yadav's 117-run knock : ১৭ রানে পরাজিত টিম ইন্ডিয়া। যদিও ব্রিটিশবধ করে ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিত নিল ভারত।
নটিংহ্যাম : কাজে এল না সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) লড়াকু শতরান। তৃতীয় টি২০-তে (Third T20) ইংল্যান্ডের (England) কাছে হেরে গেল ভারত। ১৭ রানে পরাজিত টিম ইন্ডিয়া। যদিও ব্রিটিশবধ করে ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিত নিল ভারত।
তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। রোহিত বাহিনীর কাছে ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ক্ষমতা প্রদর্শনের সেরা সুযোগ ছিল।
আরও পড়ুন ; বিসিসিআই থেকে প্রাক্তন ক্রিকেটার, গাওস্করের জন্মদিনে শুভেচ্ছার ঢল
শুধু তাই নয়, এই ম্যাচের আগে তিন ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৯টি ম্যাচ জেতে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসাবে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করার সুযোগও ছিল রোহিতের কাছে। কিন্তু, সেই সুযোগও হাতছাড়া হল। আজ শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আবেশ খান ১৮ রানে জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠালেও, ইংল্যান্ড পাওয়ার প্লেতে শুরুটা মন্দ করেনি।
নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড উইকেট খোয়াতে থাকলেও একের পর এক বাউন্ডারি আসতে থাকে তাদের স্কোরবোর্ডে। ডেভিড মালানের ৭৭ রান ও লিয়াম লিভিংস্টোনের ৪২ রানের সুবাদে ২১৫ রান তোলে ব্রিটিশরা।
এরপর ২১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নাম ভারত। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেতে হয়। মাত্র ৩১ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর দলকে সেই খাদ থেকে টেনে তোলার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেটে ১১৯ রান তোলে এই জুটি। টার্গেটের দোরগোড়ায় দলে নিয়ে চলে গিয়েছিলেন সূর্যকুমার। কিন্তু, শোষ রক্ষা হল না। মোক্ষম সময়ে তাঁর আউট ম্যাচের ভাগ্য বদলে দেয়।