Ind vs Eng 2nd Test: ইংল্যান্ডের মাটিতে ওপেনিংয়ে সেহওয়াগ, দ্রাবিড়কেও টেক্কা রাহুলের
লর্ডসে সেঞ্চুরি করা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। এখনও পর্যন্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মাঠে শতরান হাঁকাতে পারেননি। ওপেনার হিসেবে এক অনন্য নজিরও গড়লেন রাহুল।
লর্ডস: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছেন কে এল রাহুল। লর্ডসে সেঞ্চুরি করা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। এখনও পর্যন্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মাঠে শতরান হাঁকাতে পারেননি। কিন্তু কে এল রাহুল বৃহস্পতিবার লর্ডসের বিলবোর্ডে তাঁর নাম খোদাই করে নিয়েছেন সেঞ্চুরি করে। তবে শুধু শতরানই নয়। ওপেনার হিসেবে নেমে এক অনন্য নজিরও গড়লেন রাহুল।
বৃহস্পতিবার ১২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন দিনের শেষে। শুক্রবার আর মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরতে হয় রাহুলকে। নিজের ১২৯ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন এই কর্নাটকী ব্যাটসম্যান।
গত ২ দশকে ভারতের ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কে এল রাহুল। ২০০০ সালের পর থেকে এই তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে ৫২১ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুরলি বিজয়। তিনি ৪২৮ রান করেছেন। তালিকায় বীরেন্দ্র সেহওয়াগও রয়েছেন। তবে তাঁর ঝুলিতে রয়েছে ২৭৮ রান। রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ২১৮ রান।
লর্ডসে সেঞ্চুরি সম্পূর্ণ করতেই একাধিক রেকর্ড গড়লেন রাহুল। ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে। ঐতিহ্যবাহী এই মাঠে দশম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করলেন রাহুল। সেই সঙ্গে কাটিয়ে ফেললেন ৭ বছরের খরা। কীভাবে? ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতে রাহানে ও বল হাতে ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার দাপটে সেই ম্যাচ জিতেছিল ভারত। রাহানের সেই ইনিংসের সাত বছর পর ফের লর্ডসে সেঞ্চুরি করলেন কোনও ভারতীয় ক্রিকেটার। ৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে।
লর্ডসে বৃহস্পতিবার রোহিত ও রাহুলের জুটি ৬৯ বছরের পুরানো একটি রেকর্ডও ভেঙে দিল। ১৯৫২ সালে এই মাঠেই ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেছিলেন। এই ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেয় রো-রা জুটি। লর্ডসে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেস্টেয়ার কুক ও অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেটাই ছিল এই মাঠে এতদিনের সর্বোচ্চ। সেই রেকর্ডও এদিন ভেঙে দেন ভারতীয় ওপেনারেরা। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত যখন বোল্ড হলেন, ভারতের ওপেনারেরা স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করে ফেলেছেন।