India Vs England, 2021: ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরা
শনিবার বোর্ডের তরফে একটি প্রেস রিলিজ পাঠিয়ে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে আমদাবাদে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ থেকে তাঁকে অব্যহতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন যশপ্রীত বুমরা।
কলকাতা: ব্যক্তিগত কারণে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন যশপ্রীত বুমরা।
শনিবার বোর্ডের তরফে একটি প্রেস রিলিজ পাঠিয়ে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে আমদাবাদে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ থেকে তাঁকে অব্যহতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন যশপ্রীত বুমরা। বোর্ড তাঁর সেই আবেদন মেনে নিয়েছে। চতুর্থ টেস্টের দল থেকে বুমরাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে নিজের শহরে জো রুটদের বিরুদ্ধে শেষ টেস্টে দেখা যাবে না ডানহাতি পেসারকে।
শনিবার দুপুরে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যশপ্রীত বুমরা। আমদাবাদে ৪ মার্চ থেকে শুরু হওয়া শেষ টেস্টে বিরাটরা নামবেন সিরিজে ২-১ এগিয়ে থেকে। সেই টেস্টে না হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইনালে খেলার টিকিট ভারতের হাতে উঠে আসবে। এমন একটা ম্যাচে বুমরা কেন সরে দাঁড়ালেন? শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে বুমরা ছুটি চেয়েছেন দলের কাছে। বোর্ডও তাঁর ছুটি মঞ্জুর করায় ঘরের মাঠে শেষ টেস্টে তাঁকে বাইরে রেখে ভারতীয় দল মাঠে নামবে। তবে বুমরার জায়গায় আলাদা করে কোনও ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না বলেঅ দল থেকে জানানো হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে, বুমরার ব্যক্তিগত কারণ কী হতে পারে? কেন তিনি নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নিলেন? ব্যক্তিগত কারণ ছাড়া বুমরার সরে দাঁড়ানোর ব্যাপারে আর কোনও কারণ জানায়নি বোর্ড। চোটের কারণে সরে গেলে বোর্ড সে খবর জানিয়ে দিত। তাও বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে, ব্যক্তিগত কারণে বুমরাকে শেষ টেস্টে পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটমহলে জোর গুঞ্জন, বিয়ে করতে চলেছেন বুমরা। আমদাবাদের ক্রিকেট মহলও এ নিয়ে সরগরম। সেই কারণেই নাকি তিনি জাতীয় দল থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেন। এর বাইরে অন্য কিছু নেই। যদিও সিরিজের শেষ টেস্টে খেলে সরে দাঁড়াতে পারতেন কি না বুমরা, অনেকেই সেই প্রশ্ন তুলছেন।