IND vs ENG 5th T20 Live Score: পঞ্চম ম্যাচে ৩৬ রানে জয়, টি-২০ সিরিজও ভারতের দখলে
India vs England 5th T20 Live Score: আজ খেলছেন না কে এল রাহুল। দলে টি নটরাজন।
LIVE
Background
আমদাবাদ: আজ ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। সিরিজ এখন ২-২। ফলে আজ যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের দখলে নেবে। আজ ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। আজ দলে নেই ওপেনার কে এল রাহুল। তাঁর বদলে দলে এসেছেন টি নটরাজন।
এই সিরিজের প্রথম ম্যাচ জেতে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে ফের এগিয়ে যায় ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচ জিততেই হত ভারতকে। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সূর্যকুমার যাদব। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোর করতে সক্ষম হয় ভারতীয় দল। ৮ রানে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। ফলে আজ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে ভারতীয় দল।
[tw]
Toss Update:
— BCCI (@BCCI) March 20, 2021
England have won the toss & elected to bowl against #TeamIndia in the 5⃣th & final @Paytm #INDvENG T20I.
Follow the match 👉 https://t.co/esxKh1iZRh pic.twitter.com/fJeHQQODi6
[/tw]
আজ ভারতীয় দল- রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার ও টি নটরাজন।
আজ ইংল্যান্ড দল- জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
India vs England 5th T20 Live Score: ইংল্যান্ড ৮ উইকেটে ১৮৮
ভারতের ২ উইকেটে ২২৪ রানের জবাবে ৮ উইকেটে ১৮৮ রানেই থেমে গেল ইংল্যান্ড।
India vs England 5th T20 Live Score: ৩৬ রানে জয় ভারতের
৩৬ রানে পঞ্চম টি-২০ ম্যাচ জিতে সিরিজ দখল করল ভারত। টেস্টের পর টি-২০ সিরিজও জিতলেন বিরাট কোহলিরা।
India vs England 5th T20 Live Score: ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন
ইয়ন মর্গ্যানকে (১) ফেরালেন হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেট হারাল ভারত।
India vs England 5th T20 Live Score: ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিল ভারত
জোড়া উইকেট শার্দুল ঠাকুরের। তিনি ফেরালেন জনি বেয়ারস্টো (৭) ও ডেভিড মালানকে (৬৮)। ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিল ভারত।
India vs England 5th T20 Live Score: দ্বিতীয় উইকেট ভুবনেশ্বরের
জশ বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ৫২ রান করে ফিরলেন বাটলার।