IND vs ENG Live: অপ্রতিরোধ্য বাটলার-হেলস, ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড
IND vs ENG: ১০ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।
LIVE
Background
অ্যাডিলেড: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। আট বছর পর ফাইনালে ওঠার হাতছানি ভারতের সামনে। অপরদিকে, গত বিশ্বকাপে সেমিফাইনালে পরাজয়ের হতাশা ভুলে ফাইনালে উঠতে মরিয়া জস বাটলারের দল। দলের দুই তারকা ডেওয়িড মালান ও মার্ক উডের এই ম্যাচে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বটে। তবে ভারতীয় দলে সকলেই ফিট।
বিগত চার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল। মাস কয়েক আগে ইংল্যান্ডের ঘরের মাটিতেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই কথা মনে করিয়ে দিয়ে রোহিত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের স্বভাব সম্পর্কে অবগত। এই ফর্ম্যাটে যে কোনও দল যে কাউকে হারাতে পারে। তবে ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারানোটা বিরাট কঠিন এবং আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। এই বিষয়টাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।'
ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''
Ind vs Eng Live: ভারতকে ১০ উইকেটে হারাল ইংল্যান্ড
১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নিল ইংল্যান্ড। ভারতকে হারাল ১০ উইকেটে। জস বাটলার ৪৯ বলে ৮০ রানে ও অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত।
IND vs ENG Score Live: শতরান পার
মাত্র ১০.১ ওভারেই শতরানের গণ্ডি পার করল ইংল্যান্ড। অত্যন্ত সহজে প্রয়োজনীয় ১৬৯ রানের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। ভারতীয় বোলাররা এখনও ম্যাচে প্রভাব ফেলতে সম্পূর্ণ ব্যর্থ।
IND vs ENG Live Updates: হেলসের অর্ধশতরান
মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন অ্যালেক্স হেলস। তাঁর দাপটে মাত্র আট ওভারেই ৮৪ রান তুলে ফেলল ইংল্যান্ড দল। বাটলারও বর্তমানে ৩০ রানে ব্যাট করছেন।
IND vs ENG Score Live: ইংল্যান্ডের পাওয়ার প্লে
পাওয়ার প্লের ছয় ওভারে ৬৩ রান তুলল ইংল্যান্ড। নিঃসন্দেহে বর্তমানে ম্যাচে তারাই এগিয়ে।
IND vs ENG Live Updates: ভাগ্য সহায়
পঞ্চম ওভারেই ৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। শামির ওভারে এক অনবদ্য ছয় মারেন হেলস। ওভারের পঞ্চম বলে তাঁর ব্যাটের কিণারায় লেগে বল বাউন্ডারি পার করলেই ইংল্যান্ডের ৫০ রান পূরণ হয়।