India Vs England: পাতিদারেই হয়তো আস্থা, আজ কখন-কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?
Dharamshala Test: কনকনে ঠান্ডা। ছবির মতো মাঠ। আর সেখানেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) টেস্ট সিরিজের শেষ ম্যাচ। যে ম্যাচ জিতলে রোহিত শর্মারা সিরিজ জিতবেন ৪-১ ব্যবধানে।
ধর্মশালা: কনকনে ঠান্ডা। ছবির মতো মাঠ। আর সেখানেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) টেস্ট সিরিজের শেষ ম্যাচ। যে ম্যাচ জিতলে রোহিত শর্মারা (Rohit Sharma) সিরিজ জিতবেন ৪-১ ব্যবধানে। জিতলে সামান্য হলেও সম্মান পুনরুদ্ধার করতে পারবেন বেন স্টোকসা। বাজ়বল জমানায় ইংল্যান্ড যে প্রথম টেস্ট সিরিজ হারছে, সেটা নিশ্চিত। তবে শেষ ম্যাচ জিতলে ২০১২ সালে অ্যালেস্টেয়ার কুকের দলের পর ফের কোনও সফরকারী দল ভারতের মাটিতে একই সিরিজে ২টি টেস্ট ম্যাচ জেতার নজির গড়বে।
ম্যাচের চারদিন আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে ধর্মশালায়। ম্যাচের প্রথমদিন এমনকী, তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। এই পরিবেশে জোরে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে দুই শিবির। ম্যাচের পঞ্চম দিন বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কি না, অধিনায়ক রোহিত শর্মা তা ভাঙেননি। ম্যাচের আগের দিন ভারতের প্র্যাক্টিস দেখে যা আভাস পাওয়া গিয়েছে, তাতে রজত পাতিদারকে হয়তো আরও একটা সুযোগ দেওয়া হবে। দল তাঁর পাশেই রয়েছে। চলতি সিরিজে অভিষেক হওয়ার পর থেকে যিনি লাগাতার ব্যর্থ। দুঃস্বপ্নের মতো কাটছে চলতি সিরিজ। দলাই লামার শহরে পাতিদারের ব্যাটে রান ফিরবে?
ভারতের একাদশে কুলদীপ যাদবের পরিবর্তে হয়তো ফিরবেন যশপ্রীত বুমরা। সেক্ষেত্রে তিন পেসার নিয়ে নামবে ভারত। দুই স্পিনার হিসাবে থাকবেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
কাদের ম্যাচ
টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড
কোথায় খেলা
ম্যাচটি হবে ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার মাঠে
কখন খেলা
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হবে ৭ মার্চ। চলবে ১১ মার্চ পর্যন্ত। ম্যাচ শুরু সকাল ৯.৩০। তার ৩০ মিনিট আগে, সকাল ৯টায় হবে টস
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
আরও পড়ুন: সিএবি-র বৈঠকে দেখানো হল বিতর্কিত ম্যাচের ফুটেজ, অ্যাপেক্স কমিটির কোর্টে বল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে