India Vs Pakistan, Asia Cup 2022: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে উপস্থিত থাকতে চান? জেনে নিন কীভাবে কাটবেন টিকিট
India Vs Pakistan: ২৮ অগাস্ট, এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই ২৭ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এখন রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত ও পাকিস্তান, একে অপরের বিরুদ্ধে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই এশিয়া কাপ বা আইসিসির মতো টুর্নামেন্টগুলিতেই দুই দলের সাক্ষাৎ হয়। এমনিই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যেই উন্মাদনা কোনওদিনই কম ছিল না। তার উপর বর্তমানে দীর্ঘদিন পরপর ম্যাচ হওয়ায় এইসকল টুর্নামেন্টগুলিতে এই বিশেষ ম্যাচকে ঘিরে উন্মাদনা আরও বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামের দর্শকাসন কখনও ফাঁকা থাকে না।
এবারের এশিয়া কাপ আদপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দ্বীপরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা আমিরশাহিতে সরানো হয়েছে। ভারত ও পাকিস্তান, দুই পড়শি দেশই এবারে এশিয়া কাপের গ্রুপ 'এ'-তে রয়েছে। ২৮ অগাস্ট দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। আপনিও কি এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে চান? জেনে নিন কীভাবে কাটবেন এই ম্যাচের টিকিট, তার দামসহ যাবতীয় তথ্য।
কীভাবে টিকিট কাটবেন?
এশিয়া কাপের সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের পছন্দমতো ম্যাচ নির্বাচিত করে, সেই ম্য়াচের টিকিট কাটতে পারেন। এছাড়া এশিয়া কাপের বিভিন্ন পার্টনার ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যাবে এই ম্যাচের।
টিকিটের মূল্য কত?
এশিয়া কাপের বাকি ম্য়াচগুলির টিকিট মূল্য ভারতীয় মুদ্রায় ৭৫৮ টাকা থেকে শুরু হলেও, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য তার থেকে অনেকটাই বেশি। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিটের দাম শুরুই হচ্ছে ভারতীয় মুদ্রায় ৩২৫০ টাকা থেকে।
প্রয়োজনীয় তথ্য
ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট খুব শীঘ্রই সম্পূর্ণ বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রেও আপনি যদি টিকিটের জন্য আগে থেকে রেজিস্টার করে রাখেন, তাহলে কেউ কোনও কারণে নিজেদের টিকিট বাতিল করলে আপনি টিকিট পেতে পারেন। প্রসঙ্গত, ম্যাচ দেখতে যাওয়া সমস্ত দর্শকেরই আমিরশাহি সরকারের করোনা সংক্রান্ত নিয়মাবলী মান্য করা বাধ্যতামূলক। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ সন্ধে ৭.৩০টায় শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শুরু এশিয়া কাপে ভারতের অভিযান, পরিসংখ্যান কী বলছে?