IND vs PAK, CWG 2022: ব্যাট হাতে স্মৃতির দাপট, হেলায় পাকিস্তানকে হারাল ভারত
INDW vs PAKW: মন্ধনার দৌলতেই ৩৮ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। তিনি ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। ভারতীয় ওপেনারের ইনিংস সাজানো ছিল আটটি চার ও তিনটি ছক্কায়।
বার্মিংহাম: ভারত ও পাকিস্তান, দুই দলই নিজের কমনওয়েলথ গেমস(Commonwealth Games 2022) প্রথম ম্যাচ হেরেছিল। তাই দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের খাতা খুলতেও বদ্ধপরিকর ছিল দুই দল। ঠিক সেই কাজটাই করল ভারতীয় দল।
৯৯ অল আউট পাকিস্তান
এদিন বৃষ্টির জন্য এজবাস্টনে দেরিতে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহিলা (INDW vs PAKW) দলের ম্যাচ। ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১৮ ওভারের করা হয়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়িতা বিসমা মারুফ। তবে বল হাতে এজবাস্টনে পাকিস্তানকে ৯৯ রানেই অলআউট করে দেয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। মেঘলা পরিবেশে শুরু থেকেই ভারতীয় দল দাপট দেখায়। আজকের ম্যাচে ভারতের দুই বদলের অন্যতম স্নেহ রানা দুই উইকেট নেন।
ভারতের হয়ে এদিন স্পিনাররা বেশ ভাল বল করেন। দীপ্তি শর্মা, রাধা যাদবরা সম্পূর্ণরূপে পাকিস্তান ব্যাটারদের আটকে রাখেন। রাধা দুই উইকেট নেন। সমসংখ্যক উইকেট পান স্নেহ রানাও। শেষের দিকে তো বড় শট মারতে গিয়ে পাকিস্তান মাত্র তিন রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। পরিণামে ১৮ ওভারের ৯৯ রানেই থেমে যায় পাকিস্তানের দৌড়।
ব্যাট হাতে মন্ধনার দাপট
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ১০০ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে ব্যাট হাতে দাপট দেখিয়ে কার্যত হেলায় পাকিস্তানকে হারালেন ভারতীয় মহিলারা। দুর্দান্ত অর্ধশতরান করেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। তিনি ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। ভারতীয় ওপেনারের ইনিংস সাজানো ছিল আটটি চার ও তিনটি ছক্কায়। মন্ধনার দৌলতেই ৩৮ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। গত ম্যাচে ৪৮ রান করলেও, শেফালি অবশ্য এদিন ১৬ রান করেই সাজঘরে ফেরেন। বুধবার (৩ অগাস্ট) ভারত বার্বাডোজের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে, পাকিস্তান মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আরও পড়ুন: দাপুটে বোলিং স্নেহ রানাদের, ১০০-র গণ্ডিও পার করতে পারল না পাকিস্তান