T20 World Cup: বিশ্বযুদ্ধের মঞ্চে আজ ওদের মুখোমুখি মহারণে কে কাকে টেক্কা দেবেন?
T20 World Cup, IND vs PAK: লেগস্পিনের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা কিছুটা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে দেখা গিয়েছে বিরাটের নড়বড়ে ব্যাটিং।
মেলবোর্ন: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এই পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে লজ্জার হার। টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)। আজ ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। বিরাট বনাম শাদাব, রোহিত বনাম শাহিনের মত টুকরো টুকরো অনেকগুলো ডুয়েলের অপেক্ষা থাকবে। একবার দেখে নেওয়া যাক কোন কোন ডুয়েল দেখা যেতে পারে এদিন -
রোহিত বনাম শাহিন: ঠিক এক বছর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল। সেদিন রোহিত শর্মাকে লেগবিফোর করে আউট করে শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা দিয়েছিলেন শাহিন আফ্রিদি। ওপেনে রোহিত এদিনও নামবেন। অন্যদিকে নতুন বলে শাহিন আফ্রিদিকে দেখা যাবে ফের। আজ কে বাজিমাত করেন তা দেখার।
বিরাট কোহলি বনাম শাদাব খান: লেগস্পিনের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা কিছুটা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে দেখা গিয়েছে বিরাটের নড়বড়ে ব্যাটিং। এছাড়া শাদাব খানের বিরুদ্ধে ১৭ বলে মাত্র ২১ রান করেছেন কোহলি।
সূর্যকুমার যাদব বনাম মহম্মদ নওয়াজ: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত চলতি বছরে সবচেয়ে সেরা ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। মহম্মদ নওয়াজের বিরুদ্ধে ৯ বল খেলে ১ বার আউট হয়েছিলেন ডানহাতি এই পেসার।
বাবর আজম বনাম ভুবনেশ্বর কুমার: টি-টোয়েন্টি ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। এশিয়া কাপে বাবরের উইকেট নিয়েছিল ভুবনেশ্বর কুমারই। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে না থাকলেও ভুবনেশ্বর কুমার নতুন বলে চমক দেখাতেই পারেন।