IND vs SA 3rd ODI: আজ ম্য়াচ যাঁদের, সিরিজ তাঁদের, কখন, কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে?
India vs South Africa ODI: আজ তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ২ দল মুখোমুখি হতে চলেছে পার্লে। এই ম্য়াচ যে জিতবে, সিরিজও তাঁরাই দখল করে নেবে।
![IND vs SA 3rd ODI: আজ ম্য়াচ যাঁদের, সিরিজ তাঁদের, কখন, কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে? india vs south africa 3rd odi when and where to watch get to know IND vs SA 3rd ODI: আজ ম্য়াচ যাঁদের, সিরিজ তাঁদের, কখন, কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/9a649011b531a309ac8ec3c40f1b0e231703136186178206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্ল: তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে হেলায় প্রোটিয়া বাহিনীকে হারিয়ে দিয়েছিল ভারত (India Cricket Team)। তবে দ্বিতীয় ম্য়াচেই দুর্দান্তভাবে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টোনি জর্জির শতরানের ওপর ভর করে দ্বিতীয় ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এমনকী ব্য়াটিং-বোলিং কোনও বিভাগেই প্রোটিয়াদের আগের ম্য়াচে টেক্কা দিতে পারেনি ভারত। আজ তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ২ দল মুখোমুখি হতে চলেছে পার্লে। এই ম্য়াচ যে জিতবে, সিরিজও তাঁরাই দখল করে নেবে।
কাদের ম্যাচ?
আজ ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা
ম্য়াচটি দক্ষিণ আফ্রিকার পার্ল শহরের বোল্যান্ড পার্কে হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০ থেকে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে খেলা দেখা যাবে
বোল্য়ান্ড পার্কে যে মাঠে খেলা হবে, সেই মাঠে এখনও পর্যন্ত মোট ১৫টি ওয়ান ডে ম্য়াচ খেলা হয়েছে। ৩০০-র ওপর রান উঠেছে মাত্র তিনবার। তবে চারশোর গণ্ডি পেরোয়নি কোনওবারই। ভারতীয় দল ও দক্ষিণ আফ্রিকা দুটো দলই হয়ত তাঁদের একাদশে কোনও বদল করবে না। আগের ম্য়াচে রিঙ্কু সিংহ সুযোগ পেয়েছিলেন প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে। ১৭ রানের ইনিংস খেলে আউট হলেও বল হাতে একটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ফলে তাঁকে বসাবে না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাঁদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না।
View this post on Instagram
টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়েছিল। ওয়ান ডে সিরিজের আজ শেষ ম্য়াচ। এরপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২ ম্য়াচের টেস্ট সিরিজ। ৩২ বছরের ইতিহাসে দু দলের মুখোমুখি সাক্ষাতে প্রোটিয়া ভূমিতে গিয়ে কোনও সময় টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে সেই সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে। এই সিরিজের মধ্যে দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ অভিযান শুরু করবে ভারতীয় দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)