IND vs SA: সোশাল মিডিয়ায় হঠাৎ আলোচনার কেন্দ্রে দীপক চাহার, কিন্তু কেন?
IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে একটা সময় ক্রিজে ছিলেন রিলি রসউ ও ট্রিসটান স্টাবস। খেলার ১৪ তম ওভারে বল করছিলেন দীপক চাহার। সেই সময় নন স্ট্রাইকার এন্ডে ছিলেন স্টাবস।

ইনদওর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল (India Cricket Team)। প্রথম ২ ম্যাচে পরপর জয় পেলেও তৃতীয় ম্যাচে তেম্বা বাভুমার (Temba Bavuma) দলের বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত (Rohit Sharma) বাহিনীকে। তবে ম্যাচ হার বা দলের পারফরম্যান্স নয়। ম্যাচ শেষে হঠাৎ করেই সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে দীপক চাহার। কিন্তু কেন?
মাঁকড়িংয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা করেননি চাহার
তৃতীয় টি-টোয়েন্টির সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে একটা সময় ক্রিজে ছিলেন রিলি রসউ ও ট্রিসটান স্টাবস। খেলার ১৪ তম ওভারে বল করছিলেন দীপক চাহার। সেই সময় নন স্ট্রাইকার এন্ডে ছিলেন স্টাবস। হঠাৎ রান আপ নিয়ে এসে বল ছোড়ার মুহূর্তে চাহার বুঝতে পারেন যে স্টাবস ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। এরপরই তিনি হঠাৎ থেমে যান। আর বলটি নিয়ে উইকেট ভাঙতে প্রস্তুত হন। কিন্তু তিনি তা করেননি। স্টাবস সেই মুহূর্তেই বিষয়টি বুঝতে পেরে ক্রিজে ফিরে আসেন। আসলে দীপক চাহার তাঁকে একটা ওয়ার্নিংই দিতে চেয়েছিলেন। কিন্তু সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে যায় মূহূর্তের মধ্যে। কিছুদিন আগেই মহিলা দলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দীপ্তি শর্মা ইংল্য়ান্ডের এক ক্রিকেটারকে মাঁকড়িং আউট করেছিলেন।
সোশাল মিডিয়ায় মিম
Deepak isnt Deepti...😂😂 #mankadingpic.twitter.com/p40OoEFZR3
— Cricpedia (@_Cricpedia) October 4, 2022
Deepak Chahar didn't run Stubbs out while backing too far. pic.twitter.com/wfsKhMLyUz
— Johns. (@CricCrazyJohns) October 4, 2022
Deepak Chahar didn't run Stubbs out while backing too far. pic.twitter.com/wfsKhMLyUz
— Johns. (@CricCrazyJohns) October 4, 2022
আজই অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছেন রোহিতরা?
এর পরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে রিজার্ভ বেঞ্চের গভীরতা মেপে নিতে চাইছেন। প্রসঙ্গত, জল্পনা মতোই চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। গতকালই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তবে তাঁর পরিবর্ত হিসাবে কারুর নাম এখনও জানানো হয়নি।






















