এক্সপ্লোর
জিম্বাবোয়ে সফরে অনিশ্চিত ধোনি, বিশ্রামে কোহলি, রোহিত, ধবন

নয়াদিল্লি: ভারতের আসন্ন জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হচ্ছে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মাকে। অপর এক ওপেনার শিখর ধবনেরও যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। একদিনের ও টি২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যাবেন কি না এখনও স্পষ্ট নয়। তবে দলে ফিরতে পারেন বাংলার পেসার মহম্মদ শামি। ১১ জুন থেকে ভারতের এই সফর শুরু হচ্ছে। জিম্বাবোয়েতে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি২০ ম্যাচ খেলবে ভারত। কোহলি ও রোহিত গত ছ মাস ধরে টানা খেলে চলেছেন। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তাঁদের বিশ্রাম দিতে চাইছে বিসিসিআই। ধোনিও গত কয়েক মাস ধরে টানা খেলে চলেছেন। ফলে তিনিও বিশ্রাম নিতে পারেন। তবে এই সফরে না গেলে চলতি বছরের ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী ভারতের হয়ে আর খেলার সুযোগ থাকছে না ধোনির। তাই তিনি কী করবেন এখনও স্পষ্ট নয়। ধোনি জিম্বাবোয়েতে না গেলে ভারতের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। চোট সারিয়ে দলে ফিরতে পারেন পেসার মোহিত শর্মা। দুই অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহ ও অমিত মিশ্র এবং প্রতিভাবান হিসেবে চিহ্নিত ঋষভ পন্থ দলে থাকতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















