Champions Trophy 2025 : চ্যাম্পিয়ন্সে চ্যাম্পিয়ন ভারত, আর পাকিস্তানে উড়ল টাকা ! চোখ ধাঁধানো সেলিব্রেশন
India win Champions Trophy 2025 : দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। পাকিস্তানে উল্লাসে মাতলেন এই ক্রিকেটপ্রেমী।

Champions Trophy 2025: অনবদ্য জয়। নিউজিল্যান্ডকে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। আনন্দে ভাসল আসমুদ্র হিমাচল। টানটান লড়াই শেষে তেরঙ্গার জয়। আর সেই আনন্দে টাকা উড়ল পাকিস্তানে। অবিশ্বাস্য ঠেকছে? ঠিকই পড়েছেন। পাকিস্তানে ভারতের জয় সেলিব্রেট করা হল অভিনব উপায়ে। পাকিস্তানের ক্রিকেট-ভক্ত আবিদ আলির শেয়ার করা ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল। দেখা গেল, ভারতের জয়ের উপলক্ষে টাকা ছড়াচ্ছেন আবিদ ।
ভিডিওতে আবিদকে বলতে শোনা গিয়েছে , "এই টাকা ভারতের নামে, এই টাকা বিরাট কোহলির নামে, এই টাকা হিন্দুস্তানের জয়ের নামে!" তিনি আরও বলেছেন যে, যদি নিউজিল্যান্ড ম্যাচ জিতত তাহলে এত আনন্দ হত না। আবিদের কথায়, নিউজিল্যান্ড ভারতকে দক্ষিণ আফ্রিকা ভেবে নিয়েছিল। ওরা ভাবতে পারেনি, ভারত ৪০০ রানের টার্গেটও তাড়া করার ক্ষমতা রাখে। উল্লেখ্য,এই আবিদ আলিই সেমিফাইনাল এবং ফাইনালে ভারতের জয়ের জেতার পূর্বাভাস দিয়েছিলেন।
১২ বছর পর স্বপ্নপূরণ
এর আগে গত বছরই ২০২৪ সালের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তার অক বছরের মধ্যেই ঘরে এলে চ্যাম্পিয়ন্স ট্রফি। টিম ইন্ডিয়ার এই জয়ের পর বয়ে যায় শুভেচ্ছার বন্যা। অভিনন্দন জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের সাংবিধানিক পদাধিকারীরা।
২৫ বছরের শাপমুক্তি
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল। ২৫ বছর পর ২০২৫ সালে ভারত সেই ফাইনাল জিতে প্রতিশোধ নিল। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১৭ রানের ইনিংস সত্ত্বেও ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এবার ঘটল সেই শাপমুক্তি।
ভারতের ব্যাটিংয়ের ছবিটা ...
রবিবাসরীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে । ২৫ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি দুই দল। তাই স্নায়ুর লড়াই ছিল শুরু থেকেই। ৭ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ছিল ২৫১ রান। জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৫২। শুরুতেই শক্ত করো হাল ধরেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ১০৫ রানের পোক্ত পার্টনারশিপই ভারতকে ম্যাচে অনেকটা এগিয়ে দেয়। রোহিতের ৮৩ বলে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস ক্রিকেটপ্রেমীদের মন জিতে নেয়। তারপর পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে ম্যাচ ঘুরিয়ে দেন শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যরা। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।






















