India Wins Motera Test: ১০ উইকেটে জিতল ভারত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছতে চাই সিরিজের শেষ টেস্টে জয় বা ড্র
রোহিত শর্মা ২৫ বলে ২৫ ও শুভমান গিল ২১ বলে ১৫ রানে অপরাজিত থাকলেন। দ্বিতীয় ইনিংসে ৭.৪ ওভার খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ডিনারের আগে ভারতের রান ছিল বিনা উইকেটে ১১। ছয় মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রোহিত।
IND vs ENG: মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্ট দুদিনেই শেষ। ইংল্যান্ডকে ১০ উইকেটে পর্যুদস্ত করে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। জয়ের জন্য প্রয়োজনীয় ৪৯ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় ভারত। রোহিত শর্মা ২৫ বলে ২৫ ও শুভমান গিল ২১ বলে ১৫ রানে অপরাজিত থাকলেন। দ্বিতীয় ইনিংসে ৭.৪ ওভার খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ডিনারের আগে ভারতের রান ছিল বিনা উইকেটে ১১। ছয় মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রোহিত।
গোলাপি বলের টেস্টে প্রথম দিনে ব্যাট করতে নেমে ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৯৯ রান। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৪৬ রানে ভারতের শেষ সাত ব্যাটসম্যান আউট হয়ে যান। রোহিত শর্মা সর্বাধিক ৬৬ রান করেন। বিরাট কোহলি ২৭ রান করে প্রথম দিনের শেষে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় দিনে অশ্বিনের ব্যাট থেকে এল ১৭ রান। ইশান্ত শর্মা করলেন ১০ রান। ইংল্যান্ডের জো রুট ৬.২ ওভারে ৮ রান দিয়ে পাঁচ উইকেট পেলেন। এছাড়াও জ্যাক লিচ ৪ ও জোফরা আর্চার ১ উইকেট নেন।
এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতের স্পিন আক্রমণের সামনে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বেন স্টোকস ২৫ ও জো রুট ১৯ রান করেন। এরপর আর যে ইংরেজ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন তিনি হলেন অলি পোপ। ১২ রান করেন তিনি।শেষপর্যন্ত ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে এটাই কোনও ইনিংসে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।
চলতি সিরিজের শেষ টেস্টে জিতলে বা ড্র করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভারত। এই টেস্টে জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে ভারত।