Nitin Gupta: প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই উৎসব শুরু! আজব কাণ্ডে সোনার পদক হারালেন ভারতীয় অ্যাথলিট
U18 Asian Championships: নীতিন সোনার পদক হাতছাড়া করেছেন আজব এক কারণে । ল্যাপ শেষ হওয়ার আগেই তিনি জয়ের আনন্দ উৎসব শুরু করে দিয়েছিলেন ।

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপে (U18 Asian Championships) পদক পেল ভারত । তবে বেনজির কাণ্ড ঘটিয়ে সোনার পদক হাতছাড়া করলেন ভারতের অ্যাথলিট নীতিন গুপ্ত । ৫ হাজার মিটার রেসওয়াক ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন তিনি ।
নীতিন সোনার পদক হাতছাড়া করেছেন আজব এক কারণে । ল্যাপ শেষ হওয়ার আগেই তিনি জয়ের আনন্দ উৎসব শুরু করে দিয়েছিলেন । ভারত মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে সোনার পদক হাতছাড়া করেছে । রেসওয়াক ইভেন্টের ফাইনালে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা হয় । চীন জয়ী হয়ে সোনার পদক জিতে নিয়েছে ।
উত্তরপ্রদেশের অ্যাথলিট নীতিন গুপ্ত ফাইনালে প্রায় ৫০ মিটারের ব্যবধানে এগিয়ে ছিলেন । তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের ঝু নিংহাও । চীনা অ্যাথলিট নীতিনের পিছনে ছিলেন । কিন্তু নীতিন ফিনিশিং লাইনে পৌঁছনোর আগেই জয়ের আনন্দে হাত নাড়িয়ে নাচতে শুরু করেন । এর ফলে তাঁর রেসওয়াকের গতি কমে যায় । চীনা অ্যাথলিট সেই সুযোগটি কাজে লাগিয়ে নীতিনের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড আগে ফিনিশিং লাইনে পৌঁছে সোনার পদক জিতে নেন ।
জয়ের আনন্দই নীতিনের সোনা হারানোর কারণ!
নীতিন সোনা জয়ের কাছাকাছি ছিলেন । কিন্তু তিনি শুধুমাত্র রৌপ্য পদক জিততে পেরেছেন । নীতিন ২০:২১.৫০ সেকেন্ড সময়ে রেসওয়াক শেষ করেন । অন্যদিকে চীনা অ্যাথলিট নিংহাও ২০:২১.৫০ সেকেন্ড সময়ে রেসওয়াক শেষ করে সোনার পদক জিতে নেন । নীতিন এশিয়ান অনূর্ধ্ব ১৮ অ্যাথলেটিক্সে ভারতের জন্য প্রথম রৌপ্য পদক এনে দিয়েছেন ।
Nitin Gupta Lost a Gold in RaceWalk by 0.01s
— IndiaSportsHub (@IndiaSportsHub) April 16, 2025
When did you saw this last.
Early celebration 🤔
pic.twitter.com/ebgp8IfPmN
নীতিনের নামে রয়েছে বিশ্বরেকর্ড
১৭ বছর বয়সী নীতিনের নামে বিশ্বরেকর্ডও রয়েছে । তিনি ৫ হাজার মিটার রেসওয়াক ১৯:২৪.৪৮ সেকেন্ডে সম্পন্ন করেছিলেন । এটি অনূর্ধ্ব ২০ বিভাগে বিশ্বরেকর্ড । তিনি পটনায় জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন ।
উল্লেখ্য, অন্যান্য ভারতীয় অ্যাথলিটদের মধ্যে আরতি মেয়েদের ১০০ মিটার হিটে ১১.৮৫ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থান অর্জন করেন । তিনি নতুন ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ডও গড়েছেন । তিনি সব হিটে দ্বিতীয় দ্রুততম সময় করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন ।






















