এক্সপ্লোর
Advertisement
জন্মদিনে কুম্বলেকে শুধুই ‘প্রাক্তন বোলার’ বলল বোর্ড, তীব্র সমালোচনার মুখে ট্যুইট ডিলিট
নয়াদিল্লি: আজ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলের ৪৭ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে ‘দায়সারা’ শুভেচ্ছার জন্য কুম্বলে অনুরাগীদের তীব্র সমালোচনার মুখে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় কুম্বলেকে শুধুমাত্র প্রাক্তন বোলার আখ্যা দেওয়ায় বোর্ডকে নিশানা করেন নেটিজেনরা। নিন্দার মুখে পড়ে তড়িঘড়ি ওই মেসেজটি ডিলিট করে বোর্ড।
প্রথমে বোর্ডের ট্যুইট ছিল, ‘টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলারকে জন্মদিনের শুভেচ্ছা’।এরপরই সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট অনুরাগী ভারতের অন্যতম সর্বকালের সেরা বোলারকে শুধুমাত্র ‘প্রাক্তন বোলার’ উল্লেখ করার নিন্দায় মুখর হন। তাঁদের অভিযোগ, কুম্বলের মতো বোলারের কৃতিত্বকে খাটো করছে বোর্ড। একজন ট্যুইট বলে বলেন, ‘শুধুই বোলার? তিনি দেশের অধিনায়ক ও কোচও ছিলেন এবং দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার’। অন্য এক অনুরাগী কুম্বলেকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য বোর্ডের কাছে আর্জি জানান। এরপরই বোর্ডের পক্ষ থেকে ট্যুইটটি মুছে ফেলে অন্য একটি ট্যুইট করা হয়। এতে তাঁকে ‘প্রাক্তন অধিনায়ক’ ও ‘কিংবদন্তী’ বলে উল্লেখ করা হয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।BCCI @BCCI deletes tweet on Anil Kumble @anilkumble1074 after attack. Damage control mode now #cricket pic.twitter.com/QMurVOfZF2
— APRAMEYA .C (@APRAMEYAC) October 17, 2017
Here's wishing a very happy birthday to former #TeamIndia Captain Mr. Anil Kumble #Legend #HappyBirthdayJumbo pic.twitter.com/uX52m8yYif — BCCI (@BCCI) October 17, 2017উল্লেখ্য, চলতি বছরের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর মতবিরোধই এর কারণ। ভারতীয় দলে দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে ১৩২ টি টেস্টে তাঁর সংগ্রহ ৬১৯ উইকেট। ভারতীয় ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কুম্বলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement