Indian Cricket Team: রশিদদের বিরুদ্ধে সিরিজে নেই রোহিত, কোহলিরা?
India vs Afghanistan: এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যরা এক বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকের ফাঁকেই ভারত এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকরা সিরিজের দিনক্ষণ এবং অন্যান্য বিষয় পাকা করতে ফেলতে পারেন।
নয়াদিল্লি: প্রায় দুই মাসব্যাপী আইপিএল (IPL 2023) একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। রবিবারই শেষ হয়ে যাবে মেগা টুর্নামেন্ট। তবে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ার তেমন জো নেই। ৭ জুন থেকেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এরপরেই জুলাই মাসে রয়েছে তিন ফর্ম্যাটের ওয়েস্ট ইন্ডিজ সফর। তারই মাঝে আফগানিস্তানের বিরুদ্ধেও (IND vs AFG) ভারতীয় দলের খেলার কথা। শোনা যাচ্ছিল ঠাসা সূচির জন্য ঘরের মাঠে এই সিরিজ বাতিল হতে পারে, কিন্তু তেমনটা সম্ভবত হচ্ছে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝে ভারতীয় দলের কাছে দিন দশেকের ছোট্ট একটা সময় রয়েছে। সেই সময়ই আফগানদের বিরুদ্ধে সিরিজ আয়োজিত হতে পারে। তবে নাগাড়ে খেলা চালিয়ে যাওয়া দলের সিনিয়র ক্রিকেটারদের খানিকটা বিশ্রামেরও প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে সম্ভবত দ্বিতীয় সারির এক দল নিয়েই টিম ইন্ডিয়া সিরিজ খেলতে পারে বলে খবর। শোনা যাচ্ছে সিরিজ সম্পূর্ণ বাতিলের বদলে সিরিজের দীর্ঘ কমিয়ে রশিদদের বিরুদ্ধে শুধু ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরফ বর্তমানে আইপিএল ফাইনাল দেখার জন্য ভারতে উপস্থিত রয়েছেন। এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যরা এক বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকের ফাঁকেই ভারত (BCCI) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকরা আসন্ন সিরিজের দিনক্ষণ এবং অন্যান্য নানা বিষয় পাকা করতে ফেলতে পারেন।
প্রসঙ্গত, এই বছরেই দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। তার আগে ভারতীয় দলের ঠাসা সূচি। ১২ জুলাই থেকে ১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। এরপরেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এরপর সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হতে পারে। সেই মাসেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজ রয়েছে। তারপরেই বিশ্বকাপ। সেই কারণেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আসন্ন সিরিজগুলির বেশ কিছু ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারে বিসিসিআই।
আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?