Sanju Samson: ভারতীয় দলে উপেক্ষিত, আয়ার্ল্যান্ডের লোভনীয় প্রস্তাব, কী করলেন সঞ্জু স্যামসন?
BCCI: জাতীয় দলে তিনি ব্রাত্য। মাঝে মধ্যে এক আধটা সিরিজে ডাক পান ঠিকই। তবে নিয়মিতভাবে নয়।
মুম্বই: জাতীয় দলে তিনি ব্রাত্য। মাঝে মধ্যে এক আধটা সিরিজে ডাক পান ঠিকই। তবে নিয়মিতভাবে নয়।
সেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) লোভনীয় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যামসন।
ভারতীয় দলে সঞ্জু কার্যত উপেক্ষিত। রান করলেও অনেক সময় দলে সুযোগ পাননি। সঞ্জু নিজে অবশ্য হাল ছাড়েননি। ভারতীয় দলের এই উপেক্ষিত উইকেটরক্ষককে বড় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড। তাদের দেশের হয়ে খেলার আর্জি পাঠাল সঞ্জুর কাছে। সব ম্যাচে খেলনোরও প্রস্তাব দিয়েছে তারা, খবর সূত্রের।
তিন বছর পর ফের রঞ্জি ট্রফিতে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছেন সঞ্জু স্যামসন। এবং তিনি তিন বছর পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। ভারতীয় দল যখন বাংলাদেশে খেলতে ব্যস্ত, সঞ্জু তখন কোচিতে। তাঁর দল কেরলের হয়ে অনুশীলন করছেন রঞ্জিতে নামবেন বলে। দলের অধিনায়কও তিনি।
বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেও সুযোগ পাননি তিনি। ঋষভ পন্থ দলে না থাকলেও উইকেটরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন ঈশান কিষাণ। কখনও কে এল রাহুল। টেস্ট সিরিজে আবার ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন এস ভরত। উপেক্ষার পরেও কিন্তু আয়ার্ল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সঞ্জু। ভারত ছেড়ে অন্যত্র খেলতে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
রোহিতের বদলে অভিমন্যু
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। আঙুলে চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। সেই সঙ্গে চোট না সারায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। চোট পাওয়া আঙুল নিয়েই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে লড়াকু ইনিংস খেলেন। যদিও ভারত সেই ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। তাঁর আঙুলের চিকিৎসা চলছে। আপাতত প্রথম টেস্টের বাইরে তিনি। দ্বিতীয় টেস্টে রোহিতকে পাওয়া যাবে কি না, আর কয়েক দিন অপেক্ষা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। রোহিতের পরিবর্তে প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে।
আরও পড়ুন: দল হারলেও, রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় আক্ষেপ নেই পর্তুগিজ কোচের