৩-১ গোলে জাপানকে হারিয়ে এফআইএইচ সিরিজ জয় ভারতীয় মহিলা হকি দলের, ট্যুইটে অভিনন্দন প্রধানমন্ত্রীর
এফআইএইচ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ২০২০ অলিম্পিক কোয়ালিফায়ার্সেও জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল।
হিরোশিমা: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে হিরোশিমায় স্মরণীয় ইতিহাস লিখল ভারতীয় মহিলা হকি দল। রবিবার দেশের মাটিতেই ভারতের কাছে ৩-১ গোলে হারে জাপান। খেলা শুরুর ৩ মিনিটেই প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন ক্যাপ্টেন রানী রামপাল। ১১ মিনিটে গোল শোধ করেন জাপানের ক্যানন মোরি। ৪৫ ও ৬০ মিনিটে পরপর ২টি গোল করে দলকে জয় এনে দেন ড্র্যাগ ফ্লিকার গুরজিতৎ কৌর। প্রসঙ্গত, এফআইএইচ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ২০২০ অলিম্পিক কোয়ালিফায়ার্সেও জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল।
Hockey????: Indian Women beat Japan 3-1 in the summit clash to win International Hockey Federation (FIH) Series???? Finals in Hiroshima.#FIHSeriesFinals #INDvJPN pic.twitter.com/kR3DrBeRch
— All India Radio News (@airnewsalerts) June 23, 2019
এই সাফল্যের পর ভারতীয় মহিলা হকি দলকে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “অসাধারণ খেলা, চমৎকার প্রদর্শন। এফআইএইচ সিরিজ জয়ী আমাদের দলকে অভিনন্দন।”
Exceptional game, excellent outcome!
Congratulations to our team for winning the Women's FIH Series Finals hockey tournament. This stupendous victory will further popularise hockey and also inspire many young girls to excel in the sport. — Narendra Modi (@narendramodi) June 23, 2019