এক্সপ্লোর
ট্রেনের মেঝেয় মহিলা হকি অলিম্পিয়ানরা! নিন্দায় বিভিন্ন সংগঠন

নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করা চার জন মহিলা হকি খেলোয়াড় দেশে ফিরে চরম অপমানিত হলেন। রেলের কর্মী হওয়া সত্ত্বেও তাঁদের টিকিট কনফার্ম না হওয়ায় ট্রেনের মেঝেতে বসে বাড়ি ফিরতে হল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নিন্দায় মুখর হয়েছে বিভিন্ন মহিলা সংগঠন। তারা অমানবিক আচরণ, অবহেলা এবং অন্যায়ের জন্য রেল আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ট্রেনে উঠে অপমানিত হওয়া চার খেলোয়াড় হলেন দীপ গ্রেস এক্কা, নমিতা টোপো, সুনীতা লাকরা ও লিলিমা মিঞ্জ। তাঁরা প্রত্যেকেরই বাড়ি ওড়িশায়। রেলের কর্মী হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁরা আলাদা করে টিকিট কাটেননি। কিন্তু সংশ্লিষ্ট টিকিট পরীক্ষকরা তাঁদের জন্য কোনও আসন বরাদ্দ করেননি। ফলে অলিম্পিয়ানরা মেঝেতে বসেই বাড়ি ফিরতে বাধ্য হন।
একটি মহিলা সংগঠনের নেত্রী বৃন্দা আদিগে আমলাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, এই আমলারা কোনও কাজ করেন না। তাঁরা বিমানে বিজনেস ক্লাসে যাতায়াত করেন। অথচ খেলোয়াড়দের হয় ট্রেনের অসংরক্ষিত কামরায়, না হলে মেঝেতে বসে যেতে হয়। এই অন্যায় মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।
অপর এক আন্দোলনকারী নির্মলা সাবন্ত বলেছেন, অলিম্পিয়ানরা দেশের গর্ব। তাঁদের সঙ্গে এই আচরণ ভারতের নাগরিকদের লজ্জা। অন্য কোনও ক্রীড়াবিদের সঙ্গে যাতে একই অন্যায় না হয়, তার জন্য রেলমন্ত্রী সুরেশ প্রভুর উচিত ব্যবস্থা নেওয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
