Indonesia masters 2021: সেমিতেই হার, ইন্দোনেশিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু
Indonesia masters 2021: জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধেই হার মানলেন সিন্ধু। খেলার ফল ইয়ামাগুচির পক্ষে ২১-১৩, ২১-৯। ম্যাচ হয়েছে মাত্র ৩২ মিনিট।
জাকার্তা: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। শেষ চারেই দৌড় শেষ হল ২ বারের অলিম্পিক্সে পদকজয়ী এই ভারতীয় শাটলারের। জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধেই হার মানলেন সিন্ধু। খেলার ফল ইয়ামাগুচির পক্ষে ২১-১৩, ২১-৯। ম্যাচ হয়েছে মাত্র ৩২ মিনিট। এবারের প্রতিযোগীতায় তৃতীয় বাছাই ছিলেন সিন্ধু।
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টানা ২ বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতেছেন। নিজে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন, এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করছেন পিভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে হবে এই অ্যাকাডেমি। এই বিষয়ে সিন্ধু জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’
World champion Pusarla V. Sindhu 🇮🇳 challenges an in-form Akane Yamaguchi 🇯🇵 for a spot in tomorrow’s final.#BWFWorldTour #IndonesiaMasters2021 pic.twitter.com/Sgvyh1bLfB
— BWF (@bwfmedia) November 20, 2021
হেড টু হেড রেকর্ডে ইয়ামাগুচির থেকে অনেকটাই এগিয়ে ছিলেন পিভি। আগের ১৯টি ম্যাচের মধ্যে ১২টি জিতেছিলেন সিন্ধু। সম্প্রতি ফর্মেও এগিয়ে ছিলেন হায়দরাবাদি শাটলার। অলিম্পিক্সের মতো মঞ্চে পদক জয়। এই টুর্নামেন্টেও সেমিফাইনাল পর্যন্ত একেবারে চেনা সিন্ধুকেই দেখা গিয়েছিল। কিন্তু এই ম্যাচেই নিজের ছন্দ আর ধরে রাখতে পারলেন না সিন্ধু। উল্লেখ্য, রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু। অন্যদিকে টোকিও অলিম্পিক্সে ব্রােঞ্জ জিতেছিলেন হায়দরাবাদের এই শাটলার। দেশের প্রথম মহিলা অ্য়াথলিট হিসাবে দুটি অলিম্পিক্স পদক জিতে ফিরেছেন। এরপরই ১৬ অগাস্ট, স্বাধীনতা দিবসের পরের দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিন্ধু। এবং নরেন্দ্র মোদির সঙ্গে আইসক্রিম খেয়েছিলেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টির সিংহাসনের হাতছানি, বিরাটকে কি আজই টপকে যাবেন রোহিত?